ফের বাড়ানো হলো প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কের সময়সীমা, এবার লাগবে ১০০০ টাকা

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছিল আগামী ৩১ মার্চ প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক (PAN-Aadhaar Link Date Extended) করার শেষ সময়সীমা। যদিও সেই সময়সীমা শেষ হওয়ার আগেই মঙ্গলবার তার মেয়াদ বৃদ্ধি করা হলো। কেন্দ্রের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত সেই সকল নাগরিকদের কথা মাথায় রেখে যারা কোন কারণবশত লিঙ্ক করাতে পারছেন না।

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না হলে প্যান নম্বর বাতিল হয়ে যাবে তা আগেই জানানো হয়েছে। প্যান নম্বর বাতিল হলে বিভিন্নভাবে সমস্যায় পড়তে হবে নাগরিকদের। এমনকি বিভিন্ন ব্যাঙ্কের তরফ থেকে আগেই স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি কারো প্যান নম্বর বাতিল হয়ে থাকে তাহলে তাকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে।

তবে কেন্দ্রের তরফ থেকে এই সকল সমস্যা থেকে যাতে নাগরিকরা দূরে সরে থাকতে পারেন তার জন্য প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা বৃদ্ধি করা হলো। মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে সকল নাগরিকরা এখনো পর্যন্ত তাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নেই তারা ৩০ জুন পর্যন্ত সময় পাবেন।

এর পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ এই সময়সীমার মধ্যেও নিজেদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করান তাহলে তাদের জরিমানার সম্মুখীন হতে হবে অথবা তাদের প্যান কার্ড নম্বর বাতিল করা হতে পারে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই নিয়ে দফায় দফায় বেশ কয়েকবার কেন্দ্রের তরফ থেকে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা বৃদ্ধি করা হলো।

এখন প্রশ্ন নতুন করে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বৃদ্ধি করার ফলে কি ১০০০ টাকা করে আর লাগবে না? গত ফেব্রুয়ারি মাস থেকে যে সকল নাগরিকরা তাদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাচ্ছেন তাদের ১০০০ টাকা করে জরিমানা দিতে হচ্ছে। সেই মোতাবেক যদি কোন নাগরিক এখন সময়সীমা বৃদ্ধি করার পর প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে চান তাহলেও তাদের ১০০০ টাকা করে দিতে হবে।