নিজস্ব প্রতিবেদন : যারা নিয়মিত সিগারেট (Cigarette Price) পান করে থাকেন অথবা পান মশলা, গুটখা ইত্যাদি খেয়ে থাকেন তাদের পকেটে ছ্যাঁকা পড়তে চলেছে। কারণ আগামী ১ এপ্রিল থেকে তামাকজাত দ্রব্যের (Tobacco Goods) দাম বাড়বে অনেকটাই। কেন্দ্র সরকারের তরফ থেকে চলতি বছর বাজেট অধিবেশন পেশ করার সময় এই সকল দ্রব্যের উপর জিএসটির পরিমাণ বাড়িয়ে দেয়।
এমনিতে ভারতের মতো দেশে সিগারেট পান করা অথবা গুটখা খাবার মত মানুষের অভাব নেই। এই সকল দ্রব্যের ব্যবহার যাতে কমে তার জন্য প্রতিনিয়ত সতর্কীকরণ বার্তা দেওয়া হয়। কিন্তু যারা এই সকল দ্রব্য পান করা অথবা খেতে অভ্যস্ত তারা কোনভাবেই তা থেকে দূরে সরে থাকতে পারেন না। এই পরিস্থিতিতে দাম বাড়ার অর্থ, এই ধরনের দ্রব্য কেনাকাটায় পকেটে ছ্যাঁকা পড়তে শুরু করলে বিক্রিও কমার সম্ভাবনা রয়েছে।
তবে প্রশ্ন হল কতটা দাম বাড়তে চলেছে এই সকল তামাকজাত দ্রব্যের? বর্তমানে তামাক জাতীয় দ্রব্যের উপর ১৩৫ শতাংশ লেভি ধার্য করা হয়ে থাকে। জিএসটি এই ক্ষতিপূরণ ৫১ শতাংশ করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জি এস টি সংক্রান্ত যে সেস ধার্য করা হবে তার ফলেই দাম বাড়তে চলেছে তামাকজাত দ্রব্যের।
চলতি বছর বাজেট অধিবেশন পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন তামাক যত দ্রব্যের উপর জিএসটি বৃদ্ধি করার ঘোষণা করেন। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলেই তামাক জাতীয় দ্রব্য প্রস্তুতকারী সংস্থাগুলি দাম বৃদ্ধি করতে চলেছে। নতুন নিয়ম ধার্য হবে ১ এপ্রিল থেকে এবং সেদিন থেকেই তামাক যত দ্রব্যের দাম পরিবর্তিত হবে।
তবে এই বিষয়ে মনে রাখতে হবে, এখনো পর্যন্ত কিন্তু তামাকজাত দ্রব্যের দাম আগের মতই রয়েছে। এই পরিস্থিতিতে কেউ কোন ক্রেতার থেকে দাম বেশি নিতে পারেন না। সেক্ষেত্রে অনেক জায়গায় এমন অভিযোগও লক্ষ্য করা যাচ্ছে।