Paragliding in Darjeeling: বেড়ে যাবে দার্জিলিং ঘুরতে যাওয়ার আনন্দ! ফের এই জায়গায় চালু হচ্ছে প্যারাগ্লাইডিং

Prosun Kanti Das

Published on:

Advertisements

Paragliding is about to resume in Darjeeling: ভ্রমণপ্রিয় মানুষদের ঘুরতে যাওয়ার অন্যতম স্থান হল দার্জিলিং। গরমের ছুটি কাটাতে অনেকেই প্ল্যান করে নিয়েছেন দার্জিলিং ঘুরতে যাওয়ার। আছে নাকি আপনারও প্ল্যান? তালে অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন এই প্রবন্ধটি। কারণ দার্জিলিংয়ের পর্যটকদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। শুরু হচ্ছে আকাশপথে উড়ান ব্যবস্থা (Paragliding in Darjeeling)। যা সাত বছর পূর্বে বন্ধ হয়ে গিয়েছিল। তবে আবার তা পুনরায় শুরু হচ্ছে। রুট কোথায়? নিরাপত্তা কি রয়েছে এই ব্যবস্থায়? মাথাপিছু খরচ কত? প্রকাশ্যে এলো সমস্ত তথ্য।

Advertisements

মূলত পর্যটকদের কথা মাথায় রেখেই পুনরায় শুরু হতে চলেছে এই আকাশপথে উড়ান ব্যবস্থা। যা চলেছিল সাত বছর পূর্বে। তবে আবার তা পুনরায় শুরু করছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। যার রুট হল দার্জিলিংয়ের সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত প্রায় আড়াই কিমি। প্যারাগ্লাইডিং-এর (Paragliding in Darjeeling) ব্যবস্থা হল বুকিং করা পর্যটককে হোটেল থেকে সেন্ট পলসে নিয়ে যাবে। সেখান থেকে প্যারাগ্লাইডিং করে লেবং পর্যন্ত যাবেন। তারপর লেবং থেকে আবার পর্যটকে তার হোটেলে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে। তবে এর জন্য আগে থেকে পর্যটকের বুকিং করতে হবে।

Advertisements

নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে? এই প্যারাগ্লাইডিং করার সময় ব্যক্তির সুরক্ষা প্রদান করতে ব্যক্তির সাথে দুজন গ্লাইডার এবং পাইলট থাকবে। যিনি প্যারাগ্লাইডিং পরিচালনা করবেন। তবে যেদিন আবহাওয়া খারাপ থাকবে সেদিন প্যারাগ্লাইডিং পরিষেবা বন্ধ থাকবে। এক্ষেত্রে পর্যটককে বুকিংয়ের টাকা ফিরিয়ে দেওয়া হবে। প্যারাগ্লাইডিং চালুর প্রথম সময়ে দিন প্রতি ৬জনকে প্যারাগ্লাইডিং করার অনুমতি দিয়েছে। তবে পরবর্তীতে জিটিএ দ্বারা সেই সংখ্যা বাড়ানো যেতে পারে।

Advertisements

আরও পড়ুন ? 5 Offbeat Travel Destinations: দার্জিলিং ঘুরতে যাওয়ার দিন শেষ! এবার পাহাড়ের এই ৫ জায়গায় ভিড় জমাচ্ছেন পর্যটকরা

প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই প্যারাগ্লাইডিং পরিষেবা পাওয়া যাবে। তারপরে পশ্চিমী হাওয়ার মাত্রা বেড়ে যাওয়ার কারণে এই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। খরচ খরচা মাথাপিছু ৩,৫০০ টাকা। তবে বুকিংয়ের সময় অগ্রিম ৫০০ টাকা জমা দিতে হবে। তারপর আকাশপথে ওড়ার সময় বাকি টাকা জমা করতে হবে।

প্রসঙ্গত, পূর্বে দার্জিলিংয়ে প্যারাগ্লাইডিং ব্যবস্থা চালু ছিল। ২০১১ সালে এই পরিষেবা চালু করা হয়। কিন্তু পরবর্তীকালে অশান্ত পাহাড়ে সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে এই প্যারাগ্লাইডিং ব্যবস্থা চালু ছিল কালিম্পং-এর ডেলোয়। যেখানে প্রতিনিয়ত ভিড় জমত পর্যটকদের। কিন্তু দুর্ঘটনার কারণে সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সাত বছর পর আবার পুনরায় প্যারাগ্লাইডিং (Paragliding in Darjeeling) চালু করার ব্যবস্থা পর্যটক মহলে। তবে শুধু দার্জিলিং নয়, খবর রয়েছে পরবর্তী সময়ে কার্শিয়াংয়েও পর্যটকরা প্যারাগ্লাইটিং করার সুযোগ পাবে। চলছে সমীক্ষা।

Advertisements