নিজস্ব প্রতিবেদন : দেশের সবচেয়ে জনপ্রিয় এবং দ্রুতগতির ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দিন দুয়েক আগেই বাংলার দ্বিতীয় এবং উড়িষ্যার প্রথম বন্দে ভারত চালু হয়। হাওড়া-পুরি-হাওড়া বন্দে ভারত (Howrah-Puri) যাতায়াত শুরু করে। তবে যাতায়াত শুরু করার পর দ্বিতীয় দিনেই বাঁধে বিপত্তি। এরপরই সোমবার বাতিল করা হয় ট্রেনটি।
বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করার পর রবিবার অর্থাৎ ২১ মে বন্দে ভারত এক্সপ্রেসটি বিপত্তির সম্মুখীন হয়। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ট্রেনটি। কটক ও ভদ্রক স্টেশনের মাঝে মঙ্গুলি স্টেশন পেরোতেই গাছ পড়ে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এইভাবে প্রায় পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি ডিজেল ইঞ্জিন দিয়ে টেনে আনা হয় হাওড়ায়। এই ক্ষয়ক্ষতির ফলেই ২২ মে অর্থাৎ সোমবার ট্রেনটি বাতিল করা হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য।
ট্রেন বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই প্রশ্ন, কি হবে বুকিং করা টিকিট? এর পরিপ্রেক্ষিতে রেলের (Indian Railways) তরফ থেকে সোমবার রাতেই জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত যাত্রীদের টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হবে। ট্রেনের ক্ষতির কারণে হাওড়া থেকে পুরী এবং পুরি থেকে হাওড়া দুই রুটের বন্দে ভারত সোমবার বাতিল রয়েছে। ট্রেন বাতিল হওয়ার কারণে রেল টাকা ফেরত দেবে তাদের যাত্রীদের। এখন প্রশ্ন হল এই টাকা কিভাবে ফেরত পাওয়া যাবে?
আরও পড়ুন : বাংলার দুই বন্দে ভারতের ভাড়ায় বিরাট পার্থক্য! কোন ট্রেনটিতে কিলোমিটারে কত খরচ
রেলের তরফ থেকে জানানো হয়েছে সোমবার হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল হওয়ার কারণে খুব তাড়াতাড়ি যাত্রীদের বুকিং করা টিকিটের দাম ফেরত দেওয়া হবে। তবে কিভাবে টিকিটের দাম ফেরত দেওয়া হবে সেই সম্পর্কের রেলের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। যদিও সূত্র জানা যাচ্ছে, যারা অনলাইনে টিকিট বুকিং করেছিলেন তাদের টিকিটের মূল্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ঢুকে যাবে।
অনলাইনে টিকিট বুকিং ছাড়া যারা অফলাইনে টিকিট বুকিং করেছেন তারা কিভাবে টিকিটের দাম ফেরত পাবেন তা রেলের তরফ থেকে খুব তাড়াতাড়ি জানানো হবে। এর পাশাপাশি জানানো হয়েছে এই টিকিটের দাম ফেরতের ক্ষেত্রে কোন রকম কাটছাট করা হবে না। টিকিটের পুরো দাম ফেরত পাবেন যাত্রীরা।