Paytm UPI: পেটিএম ইউপিআই ব্যবহারকার করেন! এই কাজটি না করলে বন্ধ হয়ে যাবে লেনদেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পেটিএম (Paytm) গত কয়েক মাস ধরেই দেশ চর্চায় রয়েছে। তবে তাদের চর্চায় থাকার পিছনে কোন ভালো কিছু নয়, বরং তাদের লাইসেন্স বাতিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অমান্য করার জন্য লাইসেন্স বাতিলের পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে গিয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm Payments Bank)।

Advertisements

তবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হলেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের ইউপিআই অ্যাপ (Paytm UPI) চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তারা থার্ড পার্টি অ্যাপ হিসাবে এই পরিষেবা চালাতে পারবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই অনুমতি দেওয়ার পর দেশে যে সকল পেটিএম ইউপিআই ব্যবহারকারী রয়েছেন তাদের খুব একটা সমস্যায় পড়তে হয়নি।

Advertisements

তবে আবার পেটিএম ইউপিআই ব্যবহারকারীদের অনেকেই রয়েছেন যাদের ইউপিআই বন্ধ হয়ে গিয়েছে। তাদের ইউপিআই আইডিতে টাকা পাঠালে কোন টাকা ঢুকছে না অথবা অন্যান্য লেনদেন হচ্ছে না। এর পিছনে রয়েছে একটি অন্যতম বড় কারণ। যে সকল ব্যবহারকারীদের ইউপিআই আইডি @paytm রয়েছে তারা লেনদেন করতে পারবেন না। যে কারণে তারা পেটিএম অ্যাপের মাধ্যমে ইউপিআই পরিষেবা ব্যবহার করলেও তাদের আইডি পরিবর্তন করতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Driving Licence: চালানের পিছনে পুলিশকে টাকা দেওয়ার দিন শেষ! ড্রাইভিং লাইসেন্স দেখান এই ৪ উপায়ে

@paytm যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে ইউপিআই সংযুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হতো আর পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছে তাই ওই আইডি ব্যবহার করে আর লেনদেন হবে না। এক্ষেত্রে যে সকল গ্রাহকরা paytm অ্যাপ ব্যবহার করে ইউপিআই চালাতে চাইছেন তাদের আইডি বদলাতে হবে। এক্ষেত্রে ব্যবহারকারীদের @ptsbi, @ptaxis, @pthdfc অথবা @ptyes আইডি ব্যবহার করতে হবে।

ওই চারটির মধ্যে যেকোনো একটি আইডির ব্যবহারকারীদের প্রথমেই অ্যাপের মধ্যে পেটিএম ইউপিআই অপশনে ক্লিক করতে হবে। যখনই সেখানে ক্লিক করা হবে সঙ্গে সঙ্গে নতুন আইডি বেছে নেওয়ার অপশন দেওয়া হবে। এরপর ব্যবহারকারীরা নিজেদের পছন্দমত আইডি বেছে তা সক্রিয় করে নিতে পারবেন। এই কাজটি যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ কোন আর্থিক লেনদেন করা সম্ভব হবে না সেই সকল গ্রাহকদের যারা @paytm ব্যবহার করতেন এবং পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে ইউপিআই আইডির সঙ্গে মূল অ্যাকাউন্ট হিসেবে রেখেছিলেন।

Advertisements