নিজস্ব প্রতিবেদন : সাধারণত অবসরের পর অথবা চাকরি ছেড়ে দেওয়ার পর পিএফ অ্যাকাউন্টের টাকা তুলতে পারেন কর্মীরা। তবে এবার ইপিএফও-এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, চাকরি না থাকলেও কর্মীরা এবার এই পিএফ অ্যাকাউন্টের অগ্রিম টাকা তুলতে পারবেন। সেই টাকা ফেরত যোগ্য নয়। এই খবর স্বাভাবিকভাবেই খুশি কর্মীদের কাছে।
ইপিএফও-র তরফ থেকে ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছে, কোন কর্মী যদি একমাস বা তার বেশি সময় বেকার থাকেন সেক্ষেত্রে তিনি তার পিএফ অ্যাকাউন্ট থেকে ৭৫% টাকা অগ্রিম নিতে পারবেন। যেহেতু তাদের পিএফ অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে না তাই তারা এই সুবিধা নিতে পারবেন। বেকার থাকাকালীন এই অগ্রিম টাকা সাহায্য করবে ওই গ্রাহকের পরিবারকে।
অগ্রিম এই টাকা নেওয়ার জন্য আবেদন করতে হবে। ইউএএন নম্বরের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে অবশ্যই দেখে নিতে হবে যেন এই নম্বরের সাথে আধার এবং প্যান লিঙ্ক থাকে। পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম চেয়ে আবেদন পাঠাতে হবে কমিশনারকে। এই আবেদন দুই ভাবে করা যেতে পারে। এক অনলাইন অথবা দুই অফিসে গিয়ে হার্ড কপি জমা দিয়ে আসা। অনলাইনে আবেদন করা যাবে epfindia.gov.in ওয়েবসাইট থেকে।
EPF Members can now avail Non-Refundable Advance in case of Unemployment.
ईपीएफ सदस्य अब बेरोजगारी की स्थिति में नॉन-रिफंडेबल अग्रिम का लाभ लें सकते हैं।#EPFO #SocialSecurity #HumHainNa #COVID19 #Employees #पीएफ #ईपीएफओ pic.twitter.com/ifZZNLOeuh
— EPFO (@socialepfo) July 22, 2021
ইপিএফও বা পিএফ হল একটি সরকারি প্রকল্প। এই প্রকল্পের জন্য সরকারি অথবা বেসরকারি কর্মীদের বেতন থেকে অর্থ কেটে এই অ্যাকাউন্টে জমা করা হয়ে থাকে। সুবিধা হল যে পরিমাণ অর্থ কর্মীর বেতন থেকে কাটা হয় সেই সমপরিমাণ অর্থ সংস্থাকে কর্মীর জন্য এই ফান্ডে জমা করতে হয়। কর্মী এবং সংস্থা দুই পক্ষকে বেতনের ১০% করে জমা করার নিয়ম রয়েছে।