এনআরসি ভয়! লম্বা লাইন ব্যাঙ্ক ও বিডিও অফিসের সামনে

নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে ছড়িয়েছে গুজব, খুব শিগগিরই এ রাজ্যে হবে এনআরসি। যার জেরে নাকি দেশ ছাড়তে হবে লক্ষ লক্ষ মানুষকে। আর এই গুজবের পরই আধার সংশোধন করতে ব্যাংকের সামনে লম্বা লাইন জেলায় জেলায়। একই ছবি বীরভূমেও।

বীরভূমের রামপুরহাটের সানঘাটা মোড়ের কাছে থাকা ইউনিয়ন ব্যাংকের সামনে গত দু’দিন ধরে পড়েছে লম্বা লাইন। আর এই লম্বা লাইনের জেরে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারন পথচলতি মানুষদের। সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজটের। সাধারণত একটি ব্যাংকে প্রতিদিন ১০ থেকে ১৫ টি আধার সংশোধন করে থাকে। কিন্তু এই সংখ্যার তুলনায় গ্রাহকদের পরিমাণ হাজার গুণ। সবাই নিজের আধার কার্ড আগে সংশোধন করার তাগিদে রাত ভোর থেকেই লাইন দেওয়া শুরু করছেন ব্যাংকের সামনে।

আধার কার্ডের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের কার্ডে রয়েছে অজস্র ভুল, কারোর নাম ঠিক নেই, তো কারোর ঠিকানা, কারোর আবার বয়স। আর এই সাধারণ মানুষদের ভিড় সামলাতে রীতিমতো নাজেহাল অবস্থা ব্যাংক কর্মচারীদের।

শুধু ব্যাংক নয়, একই অবস্থা দেখা গিয়েছে রামপুরহাটের ১ নম্বর ব্লকের বিডিও অফিসেও। সেখানেও এই এনআরসি আতঙ্কে হাজার হাজার মানুষ নিজেদের দলিল, পর্চা এবং অন্যান্য কাগজপত্র ঠিক করে নেওয়ার তাগিদে লম্বা লাইনে দাঁড়িয়েছেন। লাইন এতটাই দীর্ঘ যে রামপুরহাটের সুন্দিপুর মোড় থেকে বিডিও অফিস পর্যন্ত চলে গিয়েছে সেই লাইন। এখানেও ব্লক অফিস কর্তাদের সাধারণ মানুষদের সামলাতে নাজেহাল অবস্থা।