নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ বাড়িতেই পৌঁছে গিয়েছে নানান ধরনের যানবাহন। কারো বাড়িতে রয়েছে দু’চাকা, তো আবার কারো বাড়িতে রয়েছে চারচাকা। এছাড়াও গণপরিবহনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যানবাহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সকল যানবাহন চালানোর জন্য যে জ্বালানি অর্থাৎ পেট্রোল বা ডিজেলের (Petrol Diesel) প্রয়োজন হয় তার দাম নিয়ে দেশের মানুষদের অভিযোগের শেষ নেই। যদিও এই অভিযোগ এবার খুব তাড়াতাড়ি মিটতে চলেছে বলেই জানা যাচ্ছে।
খুব তাড়াতাড়ি পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানির দাম (Petrol and Diesel price) কমবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। মূলত সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর বিষয়ে আগামী মার্চ মাসের শুরুতেই বড় ঘোষণা হতে পারে। সূত্রের দাবি অনুযায়ী এমনই সম্ভাবনা তৈরি হয়েছে।
এবার পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে এক টাকা বা দু’টাকা দাম কমানোর পথে হাঁটবে না কেন্দ্র সরকার বলেও জানা যাচ্ছে। বরং এক ধাক্কায় ৬ টাকা থেকে ১১ টাকা পর্যন্ত লিটার প্রতি দাম কমতে পারে বলেই সূত্রের দাবি। এই বিপুল পরিমাণ দাম কমার পিছনে একাধিক কারণ উল্লেখ করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। অপরিশোধিত তেলের দাম এখন কম হওয়ার কারণে পেট্রোল-ডিজেলের দাম কমানোর জন্য সহায়ক হয়েছে বলেও জানা যাচ্ছে।
আরও পড়ুন ? Mukesh Ambani’s Petrol: সস্তায় ইন্টারনেটের পর এবার সস্তায় পেট্রোল! বড় পদক্ষেপ আম্বানির
পেট্রোল ও ডিজেলের দাম কমানোর জন্য ইতিমধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তরফ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে বলেও সূত্রের খবর। একই সঙ্গে আইসিআরএ এর তরফ থেকে সম্প্রতি যে রিপোর্ট তুলে ধরা হয়েছে তাতেও দাম কমার সম্ভাবনাকেই প্রকাশ করা হয়েছে। এমনকি আইসিআরএ অনুমানের ভিত্তিতে দাবি করছে লিটার প্রতি পেট্রলে ১১ টাকা এবং ডিজেলে ৬ টাকা লাভ করছে সংস্থাগুলি। এই লাভের মার্জিন গত বছর সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
আইসিআরএ রিপোর্টে দাবি করছে, যদি মার্চ মাস পর্যন্ত অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলার থাকে তাহলে পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে। দাম কমা লিটার প্রতি পেট্রলে ১১ টাকা পর্যন্ত হতে পারে এবং ডিজেলের ক্ষেত্রে হতে পারে ৬ টাকা। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় যে দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে সেই জায়গায় এত পরিমাণ দাম কমলে পেট্রোল ও ডিজেল দুটিই লিটারে ১০০ টাকার নিচে বিক্রি হবে।