দাম বাড়ছে পেট্রোলের, মোটরসাইকেল ছেড়ে ঘোড়া কিনলেন ইউসুফ

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। একইভাবে প্রতিদিন দাম বাড়ছে জ্বালানির। প্রতিনিয়ত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে যানবাহন চালানোর ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলিকে। তবে এই মত অবস্থায় যতই পেট্রোলের দাম বাড়ুক না কেন কিচ্ছু এসে যায় না ইউসুফের।

Advertisements

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির দিকে তাকিয়ে ঔরঙ্গাবাদের শেখ ইউসুফ লকডাউন চলাকালীন এক পন্থা বেছে নিয়েছেন। তিনি পেশায় একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ইউসুফ এখন মোটরসাইকেল ছেড়ে ঘোড়া কিনেছেন যাতায়াতের জন্য। ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি এখন দিব্যি ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছেন।

Advertisements

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর মোটরসাইকেল ছেড়ে এইভাবে ঘোড়া কে নিয়ে যাতায়াত করার খবর ছড়িয়ে পড়তেই তাকে নিয়ে উৎসাহ শুরু হয়। তবে সোশ্যাল মিডিয়ার অনেকে আবার এই ঘটনাকে নিয়ে সমালোচনা শুরু করেছেন। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ইউসুফ নানান সমস্যার সম্মুখীন হলে শেষমেষ এই পথ বেছে নেন।

Advertisements

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর অন্যান্যদের মত ভাঁড়ারে টান পড়তে শুরু করে ইউসুফের। প্রথমদিকে বেসরকারি কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে সেই কাজ চলেও যায়। এমত অবস্থায় মেয়ের পড়াশোনা, সংসার চালানো এবং ঋণ শোধ করার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হয় ইউসুফকে। এমত অবস্থায় এক বন্ধুর সঙ্গে যৌথভাবে ইউসুফ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করা শুরু করেন।

তবে লকডাউন উঠে যাওয়ার পরেই ফের ভাগ্যের চাকা ঘোরে তার। চাকরি ফিরে পান ইউসুফ। তবে ততদিনে অনেক কিছু বদলে গিয়েছে। বদলে যাওয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেট্রোলের দাম ছাড়িয়েছে ১০০ টাকা লিটার। এমন পরিস্থিতিতে নিজের পুরাতন বাইক নিয়ে কী করবেন তিনি খুঁজে পাচ্ছিলেন না। তখন ইউসুফ জানতে পারেন তার এক আত্মীয় একটি ঘোড়া বিক্রি করবেন।

ঘোড়া বিক্রির এই খবর পেয়ে ইউসুফ তার ওই আত্মীয়র থেকে ৪০ হাজার টাকা দিয়ে ঘোড়াটি কিনে নেন। ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা ছিল তার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন ইউসুফ মোটরসাইকেলের পরিবর্তে ঘোড়ায় সওয়ারী করছেন। ইউসুফ এর ঘোড়ার নাম রেখেছেন জিগর। পাশাপাশি তিনি জানিয়েছেন ঘোড়াটিকে সম্পূর্ণ সুস্থ রাখার জন্য খাওয়া-দাওয়া এবং অন্যান্য খরচ বাবদ তার দিনে খরচ হয় মাত্র ৪০ টাকা। তাই তিনি আর ঘোড়া ছেড়ে মোটরসাইকেলের দিকে ঝুঁকছেন না।

Advertisements