১৫ টাকা লিটার পেট্রোল! মিলবে ভারতেই! কীভাবে জানালেন নীতিন গড়করি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পেট্রোল ডিজেলের (Petrol Diesel) মত জ্বালানি মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে। মূলত মানুষের জীবন এখন যন্ত্র চালিত হয়ে পড়ার কারণেই এই সকল জ্বালানির চাহিদা দিন দিন বাড়ছে। জ্বালানির চাহিদা দিন দিন বাড়ার পাশাপাশি দামও বাড়ছে আকাশছোঁয়া ভাবে। বর্তমানে ভারতে পেট্রোলের দাম (Petrol Price) ১০৬ টাকার উপরে। কিন্তু এই পেট্রোলই মিলবে মাত্র ১৫ টাকা লিটার দরে, তাও আবার ভারতে।

Advertisements

১৫ টাকা লিটার দরে পেট্রোল মিলবে এই বিষয়টি অধিকাংশ মানুষের কাছে অবাস্তব মনে হলেও এর পথ দেখিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। সম্প্রতি রাজস্থানের একটি জনসভায় বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাস করতে গিয়ে এইরকমই পথ দেখিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবির পরিপ্রেক্ষিতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে।

Advertisements

কিন্তু প্রশ্ন হল যেখানে ১০৬ টাকা লিটার পেট্রোলের দাম সেখানে কিভাবে মাত্র ১৫ টাকায় ১ লিটার পেট্রোল পাওয়া যেতে পারে! এই প্রসঙ্গে নীতিন গড়করি জানিয়েছেন, যদি গড়ে ৬০ শতাংশ ইথানল নেওয়া যায় তাহলে ১৫ টাকা লিটার দরে পেট্রোল পাওয়া যেতে পারে। এর পাশাপাশি তিনি দাবি করেছেন এতে উপকৃত হবেন সাধারণ মানুষ।

Advertisements

নীতিন গড়কড়ি রাজস্থানের ওই জনসভা থেকে জানিয়েছেন, “আমাদের সরকার এমন মানসিকতা নিয়ে চলছে, যার ফলে কৃষকরা শুধু ‘অন্নদাতাই’ থাকবেন না, তাঁরা উর্জদাতা (শক্তির জোগানদাতা)-ও হয়ে উঠবেন। এবার সমস্ত গাড়ি কৃষকদের উৎপাদিত ইথানলে দৌঁড়াবে। যদি ৬০ শতাংশ ইথানল ও ৪০ শতাংশ ইলেকট্রিসিটি নেওয়া যায়, তাহলে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল পাওয়া যাবে। তাও আবার লিটার প্রতি ১৫ টাকা দরে।”

পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বহুদিন ধরেই জোর দেওয়া হচ্ছে। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষকরা অন্নদাতা থেকে হয়ে উঠবেন উর্জাদাতা। এর পাশাপাশি এই মিশ্রণের ফলে পরিবেশ দূষণ অনেকটাই কমে যাবে। শুধু পরিবেশ দূষণ কমে যাওয়া নয়, এর পাশাপাশি ১৬ লক্ষ কোটি টাকার আমদানি খরচ কমে যাবে।

Advertisements