Brahmos Missiles Contract: ভারতীয়দের গর্বের দিন, দেশের পর এবার বিদেশের জন্য ব্রহ্মস ভারতের! কয়েক’শ মিলিয়ন ডলারের চুক্তি

The Philippines has signed a multi-hundred million dollar Contract with India on Brahmos Missiles: যত দিন যাচ্ছে ততই উন্নয়ন ঘটছে ভারতবর্ষে। সর্বদিক থেকেই যেমন উন্নতি ঘটছে তেমনি শক্তিশালী হচ্ছে ভারত। যা আবারও প্রমাণ করলো বিদেশে অস্ত্র রপ্তানি করে। ভারতের এই কর্মে গর্বিত ভারতবাসী। গত শুক্রবার দু’বছর আগের মিসাইল চুক্তির (Brahmos Missiles Contract) প্রথম দফা সম্পন্ন করলো ভারতবর্ষ। ফিলিপিন্সে পাঠালো ব্রহ্মস সুপারসোনিক ক্রুজ মিসাইল। এই অস্ত্র বিনিময়ে কত ডলারের চুক্তি হয়েছে ভারত-ফিলিপিন্সের মধ্যে? পাশাপাশি চুক্তির আর কি কি শর্ত রয়েছে? কোন সংস্থা দ্বারা এই মিসাইল তৈরি হয়েছে?

ফিলিপিন্সে ব্রহ্মস মিসাইল পাঠানোর উদ্যোগ শুধু ভারতের নয়, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে ফিলিপিন্সের সাথে এই মিসাইল পাঠানোর চুক্তি (Brahmos Missiles Contract) হয়। যার জন্য ভারত-রাশিয়া মিলে মিসাইল তৈরির জন্য গঠন করে ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড সংস্থা। যে সংস্থার দ্বারা এই মিসাইল ফিলিপিন্সে পাঠানো হয়। যা জাহাজ, সাবমেরিন, মাটি বা বিমানঘাঁটি থেকে উৎক্ষেপণ করা যাবে। যা ছাড়তে সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড।

খবর রয়েছে, এই সুপারসোনিক মিসাইল বিদেশে পাঠানোর বিষয়ে ভারত-ফিলিপিন্সের মধ্যে আজ থেকে ২ বছর আগে অর্থাৎ ২০২২ সালে একটি চুক্তি হয়েছে। যে চুক্তিতে শুধু মিসাইল পাঠানো নয়, এই সুপারসোনিক মিসাইল পাঠানোর পাশাপাশি সেখানকার সেনাদের মিসাইল চালানোর প্রশিক্ষণও দেবে ভারত। তবে সবাইকে নয় বাছাই করা কিছু সেনাদের। সম্প্রতি সেই চুক্তি অনুযায়ী গত শুক্রবার প্রথম দফায় ভারতের তৈরি ব্রহ্মস পৌঁছল বিদেশের মাটিতে। যার জন্য ভারত-ফিলিপিন্সের মধ্যে চুক্তি হয়েছে ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারের।

আরও পড়ুন 👉 Maldives India Relation: আরও তলানিতে ভারত-মালদ্বীপ ঠেকবে সম্পর্ক! বড় জয় পেয়ে গেলেন মইজ্জু

মিসাইল চুক্তির প্যাকেজে কি কি রয়েছে? জানা গিয়েছে এই প্যাকেজের মধ্যে রয়েছে একটি রাডার ইউনিট, একটি কমেন্ট ও কন্ট্রোল সেন্টার, দুটি মিসাইল লঞ্চার। তবে অপরদিকে ভারত-ফিলিপিন্স এই মিসাইল চুক্তিতে মুখ ভার প্রতিবেশী দেশ চীনের। কারণ ফিলিপিন্সের কাছে পৌঁছানো এই মিশাইলগুলি অ্যান্টি-শিপ। যা দক্ষিণ চিন সাগরের বেজিং আগসনের মধ্যে বেশ তাৎপর্যপূর্ণ। যা ফিলিপিন্সের নৌসেনাদের কাছে গচ্ছিত থাকবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে জানা গিয়েছিল ভারত থেকে প্রথম ব্রহ্মস মিসাইল কিনতে চলেছে ফিলিপিন্স। পরবর্তীতে ২০২১ সালে এই সুপারসোনিক মিসাইল তৈরির হার্ডওয়্যার এবং কিছু সরঞ্জাম কেনার চুক্তি (Missiles Contract) হয় ভারত-ফিলিপিন্সের মধ্যে। আর তখন স্পষ্টভাবে জানা যায় ভারত থেকে ব্রহ্মস কিনতে চলেছে ফিলিপিন্স। যা জানিয়েছিলেন ফিলিপিন্স প্রতিরক্ষা সচিব ডেলফিন লোরেঞ্জানা। তারপর থেকে শুরু হয় এই মিসাইল তৈরীর কাজ। যা গত বছরে হায়দ্রাবাদে গঠিত ব্রহ্মস অ্যারোস্পেস ইউনিটে এই মিসাইল তৈরীর কাজ পরিদর্শন করতে আসে ফিলিপিন্স নৌবাহিনীর এক প্রতিনিধিদল।