নিজস্ব প্রতিবেদন : পুজোর আগে এখন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসবে দুর্গা বেশে ফটো শ্যুট। মূলত মহালয়ার দিনই এই সকল ছবি, ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করে। কারণ মহালয়ার দিনই সূচনা হয় দেবীপক্ষের।
দুর্গার বেশি ফটোশ্যুট করার জন্য ফটোগ্রাফার এবং মেকআপ আর্টিস্টরা নিজেদের ভাবনায় দুর্গার মূর্তি আগমনকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা চালান। তবে এই সকল ছবির মধ্যে কিছু ছবি প্রশংসা কুড়ায় এবং কিছু ছবি নিয়ে শুরু হয় জোর সমালোচনা।
সম্প্রতি এমনই একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল কলকাতার প্রিন্সের ঘাটে। যেখানে মেকআপ আর্টিস্টরা তাদের মডেলদের নিজেদের চিন্তা ভাবনায় দুর্গা সাজিয়ে নিয়ে হাজির হয়েছিলেন। আর এই সকল মুহূর্তকে ক্যামেরাবন্দি করার জন্য ছিলেন ফটোগ্রাফাররাও। তবে এই মুহূর্তে এই ইভেন্ট নিয়ে জোরদার চর্চা, সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেট নাগরিকদের বেশ কয়েকজন দাবি করেছেন, কিছু কিছু ছবি দেখলে ভিমরি খেতে হয়।
এই সকল ফটোশুটের মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, এক মডেল পদ্ম হাতে দুর্গা সাজে দাঁড়িয়ে রয়েছেন। তাতে অবশ্য কিছু এসে যায় না। কিন্তু তার মাথার খাঁড়া খাঁড়া চুল দেখে নেটিজেনদের মন্তব্য, ‘মাথায় কি কারেন্ট লেগেছে?’ এই ইভেন্টের অধিকাংশ মেকআপ আর্টিস্টদের কাজ খুব সাধারণই লক্ষ্য করা যায়। কারণ ক্ষেত্রে লক্ষ্য করা যায় মাথার মুকুট খুলে পড়ছে, কারোর আবার শাড়ি আর চকচকে মেকআপ দেখে মনে হচ্ছে দুর্গা শ্যুট নয়, চলছে যাত্রাপালা।
এসব নিয়ে নেট পাড়ায় নানান মজার মজার মন্তব্য পড়তে শুরু করেছে। কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন, ‘এই যাঁরা যাঁরা এবার মা দুর্গা সেজেছেন, তাঁদের ভাসান দিয়ে দেওয়া হবে তো পুজোর শেষে?’ কেউ কেউ আবার লিখেছেন, ‘এত মা দুর্গা নাকি নেওয়া যাচ্ছে না!’ আবার কারোর কাতর আবেদন, ‘এরা কারা! এবার সত্যিই লজ্জা পাবে মা দুগ্গা’, রক্ষে করো।’