Tirupati Tirumala Temple: বদলে গেল তিরুপতি দর্শনের নিয়ম! এবার পুণ্যার্থীদের এটি মানতেই হবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Pilgrims have to follow this rule when visiting Tirupati: তিরুপতির বালাজি (Tirupati Tirumala Temple) দর্শন ভারতের অন্যতম জনপ্রিয় ধর্মীয় তীর্থযাত্রা। প্রতিবছর লাখ লাখ ভক্ত তিরুপতিতে যান বালাজির কৃপা লাভের জন্য। কিন্তু সম্প্রতি, বালাজি দর্শনে আসা ভক্তদের ওপর বন্যপ্রাণীর হামলার ঘটনা বেড়েছে। এতে অনেক ভক্ত আহত হয়েছেন, এমনকি মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে, তিরুমালা তিরুপতি দেবস্থানাম কমিটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

Advertisements

তিরুমালা (Tirupati Tirumala Temple) মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ আগস্ট থেকে তিরুপতি দর্শনে আসা সমস্ত ভক্তকে সঙ্গে একটি শক্তপোক্ত লাঠি রাখতে হবে। এই লাঠিটি মন্দির কমিটির পক্ষ থেকেই সরবরাহ করা হবে। লাঠিটি হবে কমপক্ষে এক মিটার লম্বা এবং এক ইঞ্চি পুরু। লাঠি রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের পেছনে বন্যপ্রাণীর হামলা রোধ করাই প্রধান উদ্দেশ্য। তিরুপতির পাহাড়ি এলাকায় চিতাবাঘ, ভালুক, বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী বাস করে। এই বন্যপ্রাণীরা মাঝে মাঝে মন্দিরের পথে চলে আসে। ভক্তরা যখন তাদের দেখে ভয় পেয়ে পালাতে চেষ্টা করেন, তখন তারা ভক্তদের ওপর আক্রমণ করে।

Advertisements

লাঠি রাখার ফলে ভক্তরা নিজেদের কিছুটা হলেও রক্ষা করতে পারবেন। বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য লাঠিটি ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, লাঠিটি ভক্তদের পাহাড়ি পথে হাঁটার জন্যও সহায়ক হবে। লাঠি রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে এটিকে একটি ভালো সিদ্ধান্ত হিসেবে মনে করছেন। তারা মনে করেন, এতে ভক্তদের নিরাপত্তা বৃদ্ধি পাবে। তবে আবার অনেকে মনে করেন, এটি একটি অপ্রয়োজনীয় সিদ্ধান্ত। তারা মনে করেন, বন্যপ্রাণীর হামলা রোধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে।

Advertisements

বন্যপ্রাণীর হামলা রোধে শুধুমাত্র লাঠি রাখা বাধ্যতামূলক করাই যথেষ্ট নয়। মানুষের আচরণের পরিবর্তনও জরুরি। ভক্তদের অবশ্যই মনে রাখতে হবে যে, বন্যপ্রাণীদের সঙ্গে আচরণ উন্নত করা উচিত। মন্দিরের (Tirupati Tirumala Temple) পথে খাবার ফেলা বা বানরদের খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। এইসব কারণে বন্যপ্রাণীরা মন্দিরের পথে আসে এবং ভক্তদের ওপর হামলা করে।

তিরুপতি তিরুমালা দেবস্থানাম কমিটি (Tirupati Tirumala Temple) ভক্তদের নিরাপত্তাকে মজবুত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাঠি রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্তটিও তারই অংশ। মন্দির কমিটি ভক্তদের সচেতন থাকতে বলেছে। মন্দিরের পথে পাহাড়ি রাস্তায় চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে ৬ বছরের এক শিশুকন্যার। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই এরকম সিদ্ধান্ত নিয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানাম কমিটি। প্রথমত, দলবদ্ধভাবে থাকতে বলা হয়েছে পুণ্যার্থীদের। একটি দলে কম করে একশজন থাকবেন। সাথে থাকবে মন্দিরের নিজস্ব নিরাপত্তারক্ষী। মন্দির কমিটির নির্দেশ, পুণ্যার্থীদের প্রত্যেকের সঙ্গী থাকতে হবে একটি লাঠি, যাতে করে তাঁরা প্রাথমিকভাবে বন্যপ্রাণীর হামলা রুখতে সক্ষম হন।

Advertisements