Ashoka Tree: আজকাল বহু মানুষ বাস্তুশাস্ত্র মেনেই জীবনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। এতে জীবন থেকে দূর হয় দুঃখ দুর্দশা এবং বজায় থাকে সুখ সমৃদ্ধি। তবে সবকিছুই নির্ভর করে মানুষের বিশ্বাসের ওপর। অনেকেই হয়তো জানেন যে, গাছপালা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এটি যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে তেমনি বাস্তুশাস্ত্র হিসেবে জীবনের নানা সমস্যার সমাধান ঘটায়। এমন বিভিন্ন গাছ-গাছালি আছে যা বাস্তুদোষ দূর করতে সাহায্য করে। আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে তেমনি একটি গাছের ব্যাপারে।
হিন্দু ধর্মগ্রন্থে এমন একাধিক গাছের উল্লেখ রয়েছে, যা পুজো এবং ঘর সাজানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। অশোক গাছ (Ashoka Tree) হল তেমনি একটি গাছ। এটি বাস্তু দোষ দূর করতে সহায়তা করে এবং পুজোর কাজেও ব্যবহৃত হয়ে থাকে। অনেকেই হয়তো অশোক গাছ চেনেন না কিন্তু এই গাছ রাস্তার ধারে সারি সারি দেখা যায়। বাড়িতে যদি এই গাছ লাগান কিছু বাস্তুনিয়ম অবশ্যই পালন করতে হবে।
আরো পড়ুন: শীতকাল মানেই লেপ কম্বল গায়ে দেওয়ার দিন, কিন্তু দুইয়ের পার্থক্য জানেন কি
নেতিবাচক শক্তি জীবন থেকে দূর করার জন্য এই গাছ অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও বাড়ির সমস্তরকম বাস্তুদোষ কাটাতে এই গাছের (Ashoka Tree) জুড়ি মেলা ভার। বাড়ির চারপাশে যদি এই গাছ লাগানো যায় তাহলে জীবন থেকে দুঃখ-দুর্দশা বিদায় নেবে এবং জীবন ভরে যাবে সুখ- সমৃদ্ধিতে। যদি জীবনে টাকা-পয়সার সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু এই গাছ খুবই কার্যকরী।
আরো পড়ুন: মনের কথা জানাতে গিয়ে বড় কোন বিপদে পড়ছেন না তো! জেনে নিন এই ডিজিটাল চিঠির রহস্য
বাড়ির চারপাশে যদি অশোক গাছ (Ashoka Tree) থাকে তাহলে মানসিক চাপ কমে যায় এবং বাস্তুদোষ কেটে গিয়ে বাড়িতে শান্তি বজায় থাকে। অনেকেই হয়তো জানেন না যে বিভিন্ন শুভ কাজে অশোক গাছের পাতা ব্যবহার করা হয়। বাড়ির উত্তর দিকে এই গাছ থাকা অত্যন্ত ভালো। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি চিরকাল বিরাজ করে।
যদি কারোর বাড়িতে অশোক গাছ থাকে তাহলে সেই বাড়িতে কোনরকম বাধা-বিপত্তি প্রবেশ করতে পারে না। যেকোনো কাজ খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। তাই বাড়িতে যদি বাস্তুদোষ কাটাতে চান এবং সুখ সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে দেরি না করে লাগিয়ে ফেলুন অশোক গাছ। আশা করি ফল পেতে দেরি হবে না।