PM Kisan New Announcement: মাথায় হাত দেড় কোটির বেশি উপভোক্তার! মিলবে না কেন্দ্রের ৬০০০ টাকা, বড় ঘোষণা সরকারের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর থেকেই নরেন্দ্র মোদিকে একের পর এক জনকল্যাণমূলক কাজে হাত দিতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিভিন্ন প্রকল্পের জন্য। তবে যখন জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে সুখবর মিলছে তখনই একটি খারাপ খবরও সামনে এলো।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে বড় ঘোষণায় যে খারাপ খবরটি দেওয়া হয়েছে তাকে আর বছরে ৬০০০ টাকা পাবেন না বহু উপভোক্তা। ইতিমধ্যেই প্রায় দেড় কোটি উপভোক্তার নাম বাদ গিয়েছে। যে প্রকল্পে এমন নাম বাদ যাওয়ার কথা বলা হচ্ছে সেটি হল প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা (PM Kisan)। এই প্রকল্পে যেখানে গত অর্থবর্ষে ১০.৭৩ কোটি উপভোক্তা ছিলেন, সেই জায়গায় এখন কমে দাঁড়িয়েছে ৯.২১ কোটি।

Advertisements

কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন ১৭তম কিস্তির জন্য। তবে এই প্রকল্পের টাকা বরাদ্দ করা এবং ইতিমধ্যেই টাকা প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেলেও সেই সকল উপভোক্তারা টাকা পাবেন না যাদের কাছে কিছু নথি নেই এবং ই-কেওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে। সুতরাং কেন্দ্রের তরফ থেকে দেওয়া এই প্রকল্পের টাকা পেতে হলে এখনই কিছু প্রয়োজনীয় কাজ সেরে নিতে হবে। এমনটাই জানানো হয়েছে নতুন ঘোষণায় (PM Kisan New Announcement)।

Advertisements

আরও পড়ুন ? Airtel Payments Bank: প্রতিমাসে ১৫ হাজার টাকা রোজগারের সুযোগ! সুযোগ দিচ্ছে Airtel Payments Bank

মূলত কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা আওতায় নিরবিচ্ছিন্ন ভাবে টাকা পেতে হলে সরাসরি https://fw.pmkisan.gov.in/aadharekyc.aspx ওয়েবসাইটে যেতে হবে আধার নম্বর দিয়ে ই-কেওয়াইসি পূরণ করার জন্য। এই লিঙ্কে ক্লিক করলেই উপভোক্তারা OTP BASED ই-কেওয়াইসি পূরণ করার জন্য আধার নম্বর দেওয়ার জায়গা পাবেন। যেখানে ১২ ডিজিটের আধার নম্বর দিতে হবে এবং তারপর Search বটনে ক্লিক করতে হবে।

এরপর উপভোক্তাদের সেই মোবাইল নম্বরটি দিতে হবে যেটি তাদের আধার নম্বরের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং ওটিপির জন্য অনুরোধ জানাতে হবে। পরবর্তীতে রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেটি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করতে হবে। এই প্রক্রিয়াতেই অনায়াসে ই-কেওয়াইসি পূরণ করা যাবে। মনে রাখতে হবে OTP BASED ই-কেওয়াইসি পূরণ করার জন্য উপভোক্তার আধার নম্বরের সঙ্গে বাধ্যতামূলকভাবে মোবাইল নম্বর রেজিস্টার্ড থাকা দরকার।

Advertisements