নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) পরিষেবায় আরও এক অধ্যায় তৈরি হলো মঙ্গলবার। কেননা এদিন একসঙ্গে ১০ টি বন্দে ভারত এক্সপ্রেস (New 10 Vande Bharat Express) ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এদিন গুজরাতের আমেদাবাদ থেকে এই সকল ট্রেনের সূচনা হলো।
লোকসভা ভোটের আগে মঙ্গলবার কেবলমাত্র নতুন ১০টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হলো এমন নয়, এর পাশাপাশি রেলের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হলো। এছাড়াও বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিন সারাদেশে যে সকল উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো তা ৮৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের।
বর্তমানে দেশজুড়ে এই মুহূর্তে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। যার মধ্যে ৩৯ টি বিভিন্ন রুটে যাতায়াত করে আর দুটি ট্রেন রাখা হয়েছে রিজার্ভ হিসাবে। এই তালিকায় এবার যুক্ত হল আরও ১০টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। হিসেব অনুযায়ী এবার দেশে ৫১ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হয়ে গেল আর তার মধ্যে ৪৯ টি ট্রেন ৪৯ টি রুটে যাতায়াত করবে। তবে এদিন শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নয়, এর পাশাপাশি অন্যান্য বেশ কিছু প্যাসেঞ্জার ও মালবাহী ট্রেনেরও উদ্বোধন করা হয়।
আরও পড়ুন ? New Train in WB: আরও একটি নতুন ট্রেনের পথ চলা শুরু হল বাংলায়, চলবে এই রুটে, রইল সময়সূচী
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছাড়াও রাঁচিগামী নতুন একটি প্যাসেঞ্জার ট্রেন চালু হল, যে ট্রেনটি আসানসোল থেকে হাতিয়া পর্যন্ত যাতায়াত করবে। এছাড়াও নতুন যে ১০ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হলো তার মধ্যে একটি পেয়েছে পশ্চিমবঙ্গ। যে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাটনা স্টেশনের মধ্যে যাতায়াত করবে। দীর্ঘদিন ধরেই এই ট্রেনটি চালু হওয়া নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই ট্রেনের সূচনা হলো। এই ট্রেনের সূচনা হয়েছে আবার গেরুয়া বন্দে ভারত দিয়ে।
বাকি যে ৯টি বন্দে ভারত এক্সপ্রেস চলবে, সেই ট্রেনগুলি যাতায়াত করবে আমদাবাদ থেকে সেন্ট্রাল মুম্বই, সেকন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম, মহীশূর থেকে চেন্নাই, পটনা থেকে লখনউ, পুরী থেকে বিশাখাপত্তনম, লখনউ থেকে দেহরাদুন, কালানবুড়ি থেকে বেঙ্গালুরু,।রাঁচি থেকে বারাণসী এবং খাজুরোহে থেকে দিল্লির মধ্যে। এইসব নতুন ট্রেনের আনুষ্ঠানিক সূচনা হলো মঙ্গলবার। আগামী দিনে শুরু হয়ে যাবে বাণিজ্যিক পরিষেবা।