PM Narendra Modi: আর এক পয়সাও আসবে না বিদ্যুৎ বিল! বড় পথে এগোচ্ছে কেন্দ্র সরকার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Prime Minister Narendra Modi is determined to zero electricity bills: সামনেই আসছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে দেশের সাধারণ মানুষদের জন্য নানা সুযোগ সুবিধা প্রদান করতে সচেষ্ট দেশের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এর আগেও বিভিন্ন জনহিতকর প্রকল্প চালু করেছেন দেশের মানুষদের কল্যাণের জন্য। আর এবার তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রায় বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার কথা উল্লেখ করলেন। তিনি ঘোষণা করলেন বিদ্যুতের বিল এবার ‘জিরো’ হবে।

Advertisements

রবিবার গুয়াহাটিতে একটি জনসভাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এই জনসভা থেকেই নিজের বক্তব্য প্রকাশ করার সময় এমন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই জনসভাতে বক্তব্য রাখার সময় কিছুদিন আগেই পেশ হাওয়া এবারের বাজেটের কথাও তুলে ধরেন তিনি। শুধু তাই নয়, এই দিন শুধু অসমের জন্যই ১১৫৯৯ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে অসমে বিজেপি পরিচালিত সরকার রয়েছে। সে প্রসঙ্গে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন “বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রত্যেককে সরকারি প্রকল্পের সুবিধা দিতে বদ্ধ পরিকর”।

Advertisements

এদিন সভা থেকে বিদ্যুতের বিল প্রসঙ্গে তিনি বলেন “গত ১০ বছরে আমরা প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য প্রচার চালিয়েছি। এখন আমরা বিদ্যুতের বিল শূন্য করার দিকে এগোচ্ছি। এবারের বাজেটে সরকার ছাদে সোলার প্রকল্প করার ঘোষণা করেছে। এই প্রকল্পের অধীনে প্রাথমিকভাবে সরকার ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে সাহায্য করবে”। প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) কথা থেকে স্পষ্ট করে বোঝা যায় বর্তমানে ভারতীয় কেন্দ্রীয় সরকার সারা দেশেই সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ গ্রহণ করেছে।

Advertisements

আরও পড়ুন ? Solar Panel: হুঁস করে কমে যাবে বিদ্যুৎ বিল, কীভাবে আবেদন করবেন বাড়িতে সরকারি সোলার প্যানেলের

গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এই সূর্যোদয় যোজনা চালু করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের মাধ্যমে বিশেষ কিছুটা সরকারি সাহায্য প্রদান করা হবে যার মাধ্যমে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের বাড়ির ছাদে বসানো হবে সোলার প্যানেল। এই সোলার প্যানেলের মাধ্যমে সরাসরি সূর্য থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে বাড়িতে ছড়িয়ে পড়বে এবং এই বিদ্যুৎ দিয়েই বাড়িতে ব্যাবহার করা সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম চালানো যাবে। আশা করা যাচ্ছে এই সৌর বিদ্যুতের ব্যাবহার দেশ জুড়ে ছড়িয়ে পড়লে গৃহস্থ মানুষকে আর কোনো বিদ্যুতের বিল দিতে হবে না। কেবল সোলার প্যানেল বসালেই হবে।

এই সূর্যোদয় যোজনা অর্থাৎ বিদ্যুতের বিল শূন্য করার পাশাপাশি এদিন জনসভা থেকে প্রধানমন্ত্রী আরও বেশ কিছু প্রকল্প ঘোষণা করেন। প্রধানমন্ত্রী ঘোষণা করেন কামাখ্যা দিব্য পরিযোজনা বা মা কামাক্ষ্যা করিডর এর কথা। প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) কথা অনুযায়ী এই করিডরটি তৈরি হলে দেশের উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের প্রকল্পের অধীনে গোটা বিশ্ব থেকে পুণ্যার্থী দের কামাখ্যা দর্শনে যাওয়া অনেকটাই সহজ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন “মা কামাখ্যার আশীর্বাদে অসমের জন্য প্রকল্প গুলি উৎসর্গ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ১১০০০ কোটি টাকার যে প্রকল্পের উদ্বোধন করা হল সে গুলি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে অসমের উত্তর পূর্বের সংযোগকে শক্তিশালী করবে। এই প্রকল্প গুলির মাধ্যমে পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।”

Advertisements