সম্পত্তিতে প্রধানমন্ত্রী মোদিকে টেক্কা দিলেন রাজনাথ ও সিন্ধিয়া

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা মঞ্চে বক্তব্য রাখার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেন দুর্নীতি এবং পরিবারতন্ত্র নিয়ে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক অবৈধভাবে গচ্ছিত টাকা, সোনা দানা ইত্যাদি। এরই মধ্যে আবার প্রধানমন্ত্রীর দপ্তর তাদের মন্ত্রীদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করেছে।

২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত কার কত সম্পত্তি সে নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা থেকে জানা যাচ্ছে, সম্পত্তি নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টপকে দিয়েছেন রাজনাথ সিং এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর পাশাপাশি এই তালিকায় সম্পত্তির খতিয়ান তুলে ধরা হয়েছে আর কে সিংহ, ধর্মেন্দ্র প্রধান, জি কিসান রেড্ডি, পুরুষোত্তম রুপালারা, আব্বাস নকভিদের।

সম্পত্তির এই তালিকা থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্থাবর সম্পত্তির পরিমাণ ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত তা বেড়ে হয়েছে ২ কোটি ২৩ লক্ষ ৮২ হাজার ৫০৪ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ গত বছরের তুলনায় এই বছর বৃদ্ধি পেয়েছে ২৬ লক্ষ টাকার কিছু বেশি। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের অস্থাবর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৯ লক্ষ ৫৮ হাজার টাকা।

গত বছর রাজনাথ সিংহের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ২৪ লক্ষ টাকা। এই বছর মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত সেই সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৪ লক্ষ টাকা। রাজনাথ সিংহের স্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৯৭ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তি গত বছরও একই ছিল রাজনাথ সিংহের। রাজনাথের স্ত্রী সাবিত্রী সিংহের সম্পত্তির পরিমাণ ৮ লক্ষ ৫১ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। তা বেড়ে এখন হয়েছে ৬৪ লক্ষ ৫১ হাজার টাকা।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৩৫ কোটি ৬৩ লক্ষ টাকা। তার ঋণ রয়েছে ৫৮ লক্ষ টাকা। তাঁর স্ত্রী প্রিয়দর্শিনী রাজে সিন্ধিয়ার মোট সম্পত্তির পরিমাণ ১৪ লক্ষ ৩০ হাজার টাকা। তাঁর নামে ঋণ রয়েছে ৭৪ হাজার টাকা। অন্যদিকে পারিবারিক সূত্রে এই মন্ত্রীর সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি টাকা।

এছাড়াও সংস্কৃতি মন্ত্রী রেড্ডির মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৩ লক্ষ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর স্ত্রী জি কাব্যর নামে মোট সম্পত্তির পরিমাণ ৮ কোটি ২১ লক্ষ টাকা। পশুপালন মন্ত্রী পুরুষোত্তমের মোট সম্পত্তির পরিমাণ ৭ কোটি ২৯ লক্ষ টাকা। তাঁর স্ত্রী সবিতাবেন রুপালার মোট সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৫৯ লক্ষ টাকা। ধর্মেন্দ্র প্রধানের মোট সম্পত্তি বেড়ে ১ কোটি ৮৩ লক্ষ টাকা। তাঁর স্ত্রী মৃদুলা টি প্রধানের মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ৯২ লক্ষ টাকা।