নিজস্ব প্রতিবেদন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট পরিবর্তন করার পর দেশের বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের জন্য ঋণ এবং ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে। সেই রকমই নতুন করে একবার নিজেদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটে এই সুদের হার পরিবর্তন করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে দেওয়ার তথ্য থেকে জানা যাচ্ছে, ২ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ০.৩০ শতাংশ সুদ বাড়ানো হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে নতুন এই সুদের হার কার্যকর হয়েছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রবীণ নাগরিকরা আগে যেখানে ৫ থেকে ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে সুদ পেতেন ৬.১৫%, সেই জায়গায় এখন তারা সুদ পাবেন ৬.৪৫ শতাংশ। ফিক্সড ডিপোজিটে মেয়াদ পূর্তিতে প্রযোজ্য হারের থেকে ০.৫০ শতাংশ সুদ অতিরিক্ত দেওয়া হবে।
ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, ‘৬০ বছর থেকে ৮০ বছর পর্যন্ত প্রবীণ নাগরিকরা ৫ বছর মেয়াদের ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূর্তিতে প্রযোজ্য সুদের হারের থেকে অতিরিক্ত ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন।’
এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে, যদি আমানতকারী একজন ব্যাংকের কর্মী অথবা অবসরপ্রাপ্ত ব্যাংকের কর্মী হয়ে থাকেন তাহলে ৫ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ১.৫০ শতাংশ বেশি এবং ৫ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ১.৮০ শতাংশ বেশি সুদ পাবেন।