নানুরে বিজেপি কর্মী স্বরূপ গঁড়াইয়ের খুনের ঘটনায় গ্রেপ্তার ২ তৃণমূল কর্মী

অমরনাথ দত্ত : নানুরে বিজেপি কর্মী স্বরূপ গঁড়াইকে খুনের ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করলো নানুর থানার পুলিশ। রবিবার রাতে নানুরের মঙ্গলপুর গ্রামে তল্লাশি চালিয়ে তুফান দাস এবং আলো চৌধুরী নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আজ সোমবার বোলপুর আদালতে তোলা হয়।

সেপ্টেম্বর মাসের ৬ তারিখ বীরভূমের নানুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রামে দলীয় পতাকা টাঙ্গানোকে কেন্দ্র করে বচসা বাধে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে। সেই বচসা রাত গড়াতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি করে। তারপর দু’পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বোমাবাজি। এরই মাঝে তৃণমূলের দুষ্কৃতীদের গুলিতে আহত হয় বিজেপি কর্মী স্বরূপ গঁড়াই বলে অভিযোগ।

তারপর আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বলছিল সুপারস্পেশালিটিতে ভর্তি করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। কিন্তু তারপরেও শেষ রক্ষা করা যায়নি স্বরূপ গঁড়াইকে। রবিবার সন্ধ্যায় মারা যান তিনি।

তার মৃত্যুর পর আজ সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে নানুর এলাকা। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের নেতৃত্বে সকাল থেকেই বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান শুরু করে বিজেপি কর্মীরা নানুর থানার সামনে। অন্যদিকে একই ভাবে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা বীরভূম জেলা পুলিশ সুপারের অফিসের সামনে।

সোমবার ধৃত ওই দুই তৃণমূল কর্মীকে বোলপুর আদালতে তোলা হলে আদালত তাদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।