31st December Celebration: নতুন বছরের রাতে মাতালদের বাড়ি ফেরার চিন্তা হল দূর! বড় ব্যবস্থা পুলিশের

Prosun Kanti Das

Published on:

The police made a big decision about returning home after the 31st December Celebration: আর মাত্র দুটো দিন পরে শুরু হচ্ছে নতুন বছর অর্থাৎ ২০২৪ সাল। নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেওয়ার জন্য বিশ্ববাসীর প্রস্তুতি পর্ব এখন তুঙ্গে। গোটা বিশ্বের বিভিন্ন স্থানে এখন চলছে পুরনো বছরের শেষ রাতটি আনন্দ উদযাপনের সঙ্গে কাটিয়ে নতুন বছরে পদার্পণ করার প্রস্তুতি। চলতি বছরের শেষ রাতটিকে আনন্দে ভরিয়ে তুলতে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় পার্টির (31st December Celebration)। সেই পার্টিতে নাচ, গান খাওয়া দাওয়ার পাশাপাশি চলে পানাহারও। ডিস্ক, পাব এবং হোটেল গুলিতে এই দিন থাকে প্রচুর মানুষের ভিড়।

নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দ উদযাপন (31st December Celebration) করতে গিয়ে সুরা প্রেমীরা অনেক সময় আকন্ঠ মধ্যপানে একেবারে বেহুঁশ হয়ে থাকেন। হোটেল, বার বা ধাবা থেকে পার্টি সমাপ্ত করে যে তারা বাড়ির দিকে রওনা দেবেন, মদ্যপানের প্রভাবে সে ক্ষমতাও তাদের থাকে না। এ বছর বর্ষবরণের রাতে এই সমস্ত ব্যক্তিদের বিশেষ ভাবে সাহায্য করতে এবার তৎপর হয়ে উঠলেন থানের ট্রাফিক শাখার ডেপুটি কমিশনার। তাদের তরফ থেকে এবার বর্ষবরণের রাতে আনন্দে মেতে থাকা আকন্ঠ মদ্যপ ব্যক্তিদের সাহায্য করতে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। বুধবার সেই বিশেষ নির্দেশিকা জারি করে সমস্ত বার, হোটেল এবং ধাবা গুলির কর্তৃপক্ষের কাছে নির্দেশ দেওয়া হয়েছে মদ্যপ অবস্থায় থাকা ব্যাক্তিদের দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে পানাহার সংস্থার কর্তৃপক্ষকেই।

বর্ষ বরণের রাতে আকন্ঠ মদ্যপানের ঘটনাটি প্রতি বছরই ঘটে। নির্দিষ্ট সময় পর সেই বার বা ধাবা গুলি বন্ধ হয়ে যাওয়ার ফলে আকন্ঠ মদ্যপান করে সম্পূর্ন মাতাল অবস্থায় বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করেন সেই সব ব্যাক্তিরা। এর ফলে প্রতি বছরই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে বিভিন্ন প্রান্তে। এবছর সেই দুর্ঘটনা রুখতেই জারি করা হয়েছে এই বিশেষ নির্দেশিকা। নির্দেশিকাতে জানানো হয়েছে যে সব ব্যক্তিরা কোনো প্রতিষ্ঠানে এসে মদ্যপান করার পর আর নিজে থেকে বাড়ি ফিরে যাওয়ার মত অবস্থায় থাকবে না তাদের দায়িত্ব নিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। সেই গ্রাহকের নিজস্ব গাড়ি থাকলে প্রয়োজনে গাড়ির ড্রাইভার ঠিক করে অথবা গাড়ি না থাকলে রিক্সা বা অন্যান্য কোনো মাধ্যমের সাহায্য নিয়ে নিরাপদ ভাবে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে হবে।

আরও পড়ুন 👉 সূরাপ্রেমীদের জন্য সুখবর! এবার কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি মদ আনল Coca Cola

কোনো সংস্থার পক্ষে যদি মদ্যপ গ্রাহকদের নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব না হয় সে ক্ষেত্রে ওই ব্যক্তির মাদকের নেশা না কাটা পর্যন্ত তাকে কিছু সময়ের জন্য থাকার ব্যবস্থা করে দিতে হবে। প্রতিবছর বর্ষবরণের পার্টি (31st December Celebration) সমাপ্ত করে ফেরার পথে নানা ধরনের পথ দুর্ঘটনার প্রাচুর্য লক্ষ্য করা যায়। এর অন্যতম প্রধান একটি কারণ হলো মদ্যপানের ফলে বেসামাল অবস্থায় গাড়ি চালানো। এই বিষয় নিয়ে বর্ষবরণের রাতে পুলিশি চেকিং এর ব্যবস্থা করা হলেও সব ক্ষেত্রে দুর্ঘটনা রোধ করা সম্ভব হতো না।

এ বছর এই ধরনের দুর্ঘটনা রুখতে টিনেরহাট ট্রাফিক শাখার অফিসে থানে সিটি হোটেল অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা এবং হোটেল ব্যবসায়ীদের সংগঠনের তরফ থেকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে ডেপুটি কমিশনার ড. বিনয়কুমার রাঠৌর হোটেল ব্যবসায়ীদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি পালন করার নির্দেশ দেন। আশা করা যাচ্ছে এ বছর এই ব্যবস্থা গুলি গ্রহণ করার মাধ্যমে প্রতি বছর মদ্যপ ব্যাক্তিদের দ্বারা ঘটানো দুর্ঘটনা গুলি কিছুটা হলেও রোধ করা সম্ভব হবে।