Police verification will no longer be required on passports: এবারের পুজোতে কি আপনার বিদেশ ভ্রমণের পরিকল্পনা আছে? কিন্তু হাতে পাসপোর্ট নেই বলে সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। এই ব্যাপারে একেবারেই চিন্তা করবেন না তৎকাল পাসপোর্ট (Tatkal Passport) এর জন্য আবেদন করলে তিন দিনের মধ্যেই আপনার পাসপোর্ট চলে আসবে আপনার কাছে। স্বাভাবিক নিয়মে পাসপোর্ট আবেদন করলে আপনাকে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে সেটি হাতে পাওয়ার জন্য। এছাড়াও সাথে থাকে পাসপোর্ট অফিসে দৌড়াদৌড়ি এবং পুলিশ ভেরিফিকেশনের মতো ঝামেলা। কিন্তু আপনি যদি তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে এসব কোনো ঝামেলায় হবেনা আপনার। এছাড়া পাসপোর্ট হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবেনা আপনার। বাড়ি বসেই আপনি আবেদন করতে পারবেন পাসপোর্টের জন্য।
তৎকাল পাসপোর্ট (Tatkal Passport) আসলে কেনো দরকার হয় মানুষের? অনেক সময় জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার দরকার পড়ে, কিংবা বিদেশ ভ্রমণের জন্য হাতে বেশি সময় না থাকে, সেক্ষেত্রে আপনি এই তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আপনি খুব কম দিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন পাসপোর্ট। আপনাকে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে না এর জন্য। কিন্তু কীভাবে এই তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করবেন, রইল তার নিয়ম।
আপনাকে প্রথমেই পাসপোর্ট সেবার অফিসিয়াল পোর্টালে যেতে হবে। www.passportindia.gov.in -এই ওয়েব সাইটে গিয়ে তারপর সেখানে নিজের নাম রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশনের পর নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর আপনাকে দু’টো অপশন দেওয়া হবে – ‘ফ্রেশ’ ও ‘রিইস্যু’। যেই অপশনটি আপনার প্রয়োজন সেটি বেছে নিন এবং এরপর স্কিমের প্রকার অনুযায়ী ‘তৎকাল’ (Tatkal Passport) অপশনে ক্লিক করুন।
এরপর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করুন। অনলাইনেই ফর্মটি সাবমিট করতে পারবেন। আপনি অনলাইন মাধ্যমেই এই ফর্ম সাবমিট করতে পারেন। তৎকাল পাসপোর্টের (Tatkal Passport) জন্য আপনাকে খরচ করতে হবে ২,০০০ টাকা। পেমেন্ট পদ্ধতি সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই রসিদের একটি প্রিন্ট আউট নিয়ে নিন। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষ হলে আপনার নিকটবর্তী পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
আপনি যেদিনই অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, সেদিনই আপনাকে ওই পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে যেতে হবে। পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে অবশ্যই আপনার প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যাবেন। প্রয়োজনীয় নথি সব যাচাই করা হবে। যদি আপনার আবেদন যথার্থ মনে হয় তাহলেই আপনি সাত দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। এর মাঝে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের কোনও ঝামেলা প্রভাতে হবে না।