Political Leaders Best Dialogues 2023: ‘ডোন্ট টাচ মাই বডি’ থেকে ‘পুরনো চাল’, ২৩-র বঙ্গ নেতা-নেত্রীদের ৮টি সেরা ডায়লগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েক ঘণ্টা, আর সেই কয়েক ঘণ্টা পরেই শেষ হয়ে যাবে ২০২৩ সাল। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য গোটা বিশ্বের পাশাপাশি মুখিয়ে রয়েছেন বাঙালিরাও। তবে যখনই বছর শেষের কথা আসে তখন বারবার ফিরে দেখতে ইচ্ছে করে, কি কি ঘটলো গোটা বছরে। গোটা বছরে অনেক কিছুই ঘটে, এর মধ্যে যেমন থাকে রাজনৈতিক ঘটনা ঠিক সেই রকমই থাকে নানান সামাজিক ঘটনা। তবে আজ আমরা দেখে নেব ২০২৩ সালের বঙ্গ নেতা নেত্রীদের সেরা ৮টি ডায়লগ (Political Leaders Best Dialogues 2023 of West Bengal), যেগুলি তাদের এই বছরের বিভিন্ন সময় বলতে দেখা গিয়েছিল।

Advertisements

১) সেরা ডায়লগের কথা বলতে গেলে প্রথমেই যার কথা বললে হয় না তিনি হলেন মদন মিত্র (Madan Mitra)। মদন মিত্রকে বিভিন্ন সময় মজার মজার ডায়লগ দেওয়ার পাশাপাশি বিতর্কিত মন্তব্য করতেও দেখা যায়। এই মদন মিত্র এই বছর যেসব ডায়লগ দিয়েছিলেন তার মধ্যে একটি বিতর্কিত মন্তব্য হলো রাজ্যপালকে নিয়ে। রাজ্যপালকে নিয়ে তিনি বলেছিলেন, ‘রাজভবনে থাকেন অথচ নজর ভাগাড়ে’।

Advertisements

২) দলুয়াখাকি যখন আগুনে পুড়ছে, যখন সেখানকার বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছেন সেই সময় একটি বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। তিনি বলেছিলেন, দলুয়াখাকিতে ক্রিমিনালরা থাকেন। তার এমন বিতর্কিত মন্তব্য বিতর্ক আরও বাড়িয়েছিল।

Advertisements

৩) ২০২৩ সালে যে সকল বিতর্কিত মন্তব্য অথবা ডায়লগ রয়েছে তার মধ্যে অন্যতম হলো কুনাল ঘোষের (Kunal Ghosh) একটি মন্তব্য। রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করা হতেই কুনাল ঘোষ বলেছিলেন, আমার মত কোন নির্দোষকে যেন কারো নির্দেশে বলি দিতে যাবেন না’।

আরও পড়ুন ? Low Cost Rice: ৪০ টাকা কেজি চাল অতীত, এবার ২৫ টাকায় মিলবে চাল! বড় সিদ্ধান্ত সরকারের

৪) সেরা ডায়লগের তালিকায় জায়গা করে নিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যখন কুড়মিরা নিজেদের দাবি দেওয়া নিয়ে একের পর এক আন্দোলন পথ অবরোধ চালিয়ে যাচ্ছেন সেই সময় দিলীপ ঘোষের গাড়ি আটকালে এবং তার সঙ্গে তর্কবিতর্ক শুরু হলে তিনি বলেছিলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব’।

৫) স্বনির্ভর গোষ্ঠীর বিক্ষোভে শামিল হয়ে সোনামুখীর আইসিকে ধমক দিতে দেখা গিয়েছিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে (Soumitra Khan)। ধমক দিতে গিয়ে তিনি আইসিকে বলেছিলেন, ‘আইসি শুনে রাখ তোর বাপের কিছু করার ক্ষমতা নেই এখানে।’

৬) দলের সিনিয়র ও জুনিয়র দরজায় অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) যে বার্তা দিয়েছিলেন তাকে অন্যতম বার্তা হিসেবে মনে করেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তার বার্তা ছিল ‘বয়সের ঊর্ধ্বসীমা সবক্ষেত্রেই থাকা দরকার।’

৭) নবীন প্রবীণ বিতর্কে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) যা বলেছিলেন তা হলো, ‘পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে’।

৮) নবান্ন অভিযানের সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মহিলা পুলিশ কনস্টেবলরা আটক করতে এলে তিনি বলেছিলেন, ‘don’t touch my body… you are lady i
I am male’। এই ডায়লগ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল নেতা নেত্রীরা চরম ঠাট্টা করেছিলেন শুভেন্দু অধিকারীকে।

Advertisements