Poonam Pandey: যেটা ভেবেছিলাম সেটাই হল, বেঁচে আছেন পুনম, দেখুন কী জানালেন বিতর্কিত মডেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বেঁচে আছেন বিতর্কিত মডেল অভিনেত্রী পুনম পান্ডে (Poonam Pandey)। শুক্রবার সকাল থেকে তার মৃত্যুর খবর রীতিমত নাড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা দেশকে। তবে তার মৃত্যু নিয়ে প্রথম থেকেই তৈরি হয়েছিল নানান ধরনের সংশয়, উঠছিল নানান প্রশ্ন। সেই সকল সংশয় এবং প্রশ্ন থেকে তিনি মারা যাননি এমনটাই প্রতিষ্ঠিত হচ্ছিল। অবশেষে সেটাই সামনে এলো।

Advertisements

গতকাল রটেছিল পুনম পান্ডে সার্ভাইক্যাল ক্যান্সারে মারা গিয়েছেন। শুধু রটে যাওয়া নয়, পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এমনই পোস্ট করতে দেখা গিয়েছিল। কিন্তু আচমকা এইভাবে কোন একজনের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া সত্যিই বিস্মৃত করেছিল দেশকে। তবে আমরা কাকতালীয়ভাবে এই বিষয়টির সঙ্গে বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি ঘোষণার কথা বলেছিলাম। শেষমেষ পুনম পান্ডেকে সেই বিষয়টি সামনে তুলে ধরতে দেখা গেল।

Advertisements

চলতি বছর বাজেটে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সার্ভাইক্যাল ক্যান্সার রোধে দেশের মহিলাদের টিকা দেওয়া হবে এমন ঘোষণা করা হয়। ৯ বছর থেকে ১৪ বছর বয়সী মহিলাদের এমন টিকাকরণ করা হবে এবং সেই টিকাকরণের মাধ্যমে যতটা সম্ভব এই মারণ রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষার চেষ্টা চালানো হবে। নির্মলা সীতারামনের এমন ঘোষণার পর এই রোগের চিকিৎসা নিয়ে দেশের মহিলারা নতুন করে আশার আলো দেখতে শুরু করেন।

Advertisements

আরও পড়ুন ? Poonam Pandey death mystery: বেঁচে আছেন পুনম পান্ডে? বিতর্কিত মডেলের মৃত্যর খবর ঘিরে ৭ প্রশ্ন

১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তরফ থেকে এমন ঘোষণার পরই দেখা যায় আচমকা পুনম পান্ডের মৃত্যু খবর ছড়িয়ে পড়ে আবার সেই মৃত্যু সার্ভাইক্যাল ক্যান্সারে ক্যান্সারে বলে দাবি করা হয়। পুরো বিষয়টি কোথায় যেন গন্ডগোল ঠেকছিল। আবার পুনম পান্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও মুম্বাই থেকে কানপুর কোথাও তার মৃত্যুর চিহ্নটুকু পাওয়া যাচ্ছিল না।

দুটি বিষয়ের মধ্যে মেলবন্ধন খুঁজে পাওয়া এবং পুনম পান্ডের মৃত্যু জল্পনা ছড়িয়ে পড়ার মধ্যে কোথাও যেন সন্দেহ থেকেই যাচ্ছিল। অবশেষে পুনম পান্ডে নিজেই সেই বিষয়টি ভিডিও আপলোড করে শেয়ার করেন। তিনি এদিন এইভাবে সকলকে চমকে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে এর পাশাপাশি তিনি কেন এমন করেছেন সেই বিষয়টি কেউ তুলে ধরেছেন। তিনি মূলত সার্ভাইক্যাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি থেকে শুরু করে এই বিষয়টি সকলের সামনে আলোচনায় আনার জন্য এমনটা করেছেন বলে জানিয়েছেন।

Advertisements