দেশে সবচেয়ে বেশি গরিব বিহারে, কত নম্বরে বাংলা, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কত মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছেন তা নিয়ে কেন্দ্রের তরফ থেকে তালিকা প্রকাশ করা হয়ে থাকে। সম্প্রতি এমনই একটি তালিকা প্রকাশ করেছে নীতি আয়োগ। এই তথ্য প্রকাশ করা হয়েছে জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষার চতুর্থ পর্যায়ের (২০১৫-১৬) রিপোর্টের ভিত্তিতে।

নীতি আয়োগের এই তালিকা থেকে জানা যাচ্ছে, দেশের সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বেশি গরিবের সংখ্যা হল বিহারে। এখানে ৫১.৯১ শতাংশ মানুষ বহুমাত্রিক দরিদ্র। এরপর এই তালিকায় রয়েছে ঝাড়খন্ড। যেখানে এই সংখ্যাটা অন্ততপক্ষে ১০ শতাংশের বেশি কম। সংখ্যাটা হলো ৪২.১৬ শতাংশ।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশে ৩৭.৭৯ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। উত্তরপ্রদেশের পর যেসকল রাজ্যগুলি এই তালিকায় রয়েছে সেগুলি হল মধ্যপ্রদেশ, যেখানে ৩৬.৬৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। মেঘালয়, যেখানে ৩২.৬৭ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। অসম, যেখানে ৩২.৬৭ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। ছত্তিশগড়, যেখানে ২৯.৯১ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।

রাজস্থান, যেখানে ২৯.৪৬ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। ওড়িশা, যেখানে ২৯.৩৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। নাগাল্যান্ড, যেখানে ২৫.২৩ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। অরুণাচল প্রদেশ, যেখানে ২৪.২৭ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।

এই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে ১২ তম স্থানে। পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষের সংখ্যা ২১.৪৩ শতাংশ। অন্যদিকে এই তালিকায় ১৪ তম স্থানে রয়েছে গুজরাত। যেখানে সংখ্যাটা হলো ১৮.৬ শতাংশ। অন্যদিকে উন্নতির দিক দিয়ে সবচেয়ে নজির গড়েছে কেরল। যেখানে এই দরিদ্র মানুষের সংখ্যা মাত্র ০.৭১ শতাংশ। আবার সমস্ত রাজ্যের এই সংখ্যার নিরিখে ভারতের গড় সংখ্যা হল ২৫.০১ শতাংশ।