নিজস্ব প্রতিবেদন : মাঘের শেষে এবার শুরু হয়েছে ফাল্গুন। স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গ থেকে শীতের বিদায়ের (Farewell of winter) সময় এসে গিয়েছে। তবুও যাবার বেলায় শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal)পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রায় অনেকটাই পতন দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে চলুন দেখে নেওয়া যাক কবে বিদায় নেবে শীত, আর আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া।
শীতের বিদায়ের পাশাপাশি এবার গরমের খেলা শুরু হবে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তাতে শনিবার এবং রবিবার পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকলেও সোমবার থেকে ফের তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। মনে করা হচ্ছে এবার পারদ চড়তে শুরু করা মানেই ধীরে ধীরে শীতের বিদায় ঘন্টা বেজে যাওয়া।
সোমবার থেকে পারদ চড়ার মূলে থাকবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি উচ্চচাপ বলয়। আবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই উচ্চচাপ বলয়ের কারণে ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের গাঙ্গেয় অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে। যদিও এই বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির উপর পড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন ? Flipkart Exchange Offer: অকেজো ফোন, ফ্রিজ, এসি নিয়ে চিন্তার দিন শেষ! Flipkart দিচ্ছে রোজগারের সুযোগ
এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা তরতরিয়ে বাড়তে শুরু করবে। একাধিক জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩৪ ডিগ্রিতে। সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও ৩ থেকে ৪ ডিগ্রী ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যাবে এক ধাক্কায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী সপ্তাহে ২২ ডিগ্রী পার করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রীর কাছাকাছি চলে যাবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আরও কয়েকটা দিন সকাল এবং রাতের দিকে হালকা শিরশিরানি ভাব অনুভূত হলেও দিনের বেলায় শীতবস্ত্র ছেড়ে ফেলতে হবে। অন্যদিকে নতুন করে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেই ঝড় বৃষ্টির পর আর তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে না বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে।