বাঙালিদের গর্বিত করে ভারতরত্ন হাতে প্রণব মুখার্জি, দেখুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালের জানুয়ারি মাসে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন সম্মানে সম্মানিত হওয়ার জন্য মনোনীত হন। মনোনীত করে মোদি সরকার। ৮ ই আগস্ট ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহাশয়ের থেকে ভারতের সর্বোচ্চ সম্মান পাবেন তার ঘোষণা করা হয় গত মাসের ২৮ তারিখ। তারপর থেকেই আরও একজন বাঙালি হিসাবে এমন সম্মানের অধিকারী হওয়ার সময় গোনা শুরু হয়।

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয় আজ অর্থাৎ আগস্টের ৮ তারিখে তিনি এমন সম্মাননা পেতে চলেছেন। দেশের ১৩তম রাষ্টপতির কার্যকাল সমাপ্ত করার পর আবার তিনি আজ ভারতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন। তাঁর এমন সম্মাননা প্রাপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ট্যুইট করে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। তিনি লিখেছেন, “সমসাময়িক কালে সেরা কূটনীতিক প্রণবাবু। দশকের পর দশক নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছেন তিনি।”

রাজনৈতিক দিক দিয়ে প্রণব মুখার্জি কংগ্রেস রাজনীতির অন্যতম প্রাণপুরুষ। শুধুমাত্র প্রধানমন্ত্রী পদ বাদে অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ পদ তিনি সফলতার সাথে আলোকিত করেছেন। ২০১২ সালে তিনি দেশের ১৩ তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। যে সময় কাজ শেষ হয় ২০১৭ সালে। প্রথম বাঙালি তথা বীরভূমের বাসিন্দা হয়ে তিনি রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন।

Source

রাষ্ট্রপতির পদ থেকে অবসর গ্রহণের পর নানান সামাজিক কাজের সাথে যুক্ত হন তিনি। আজ ৮ ই আগস্ট রাষ্ট্রপতি ভবন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহাশয় আনুষ্ঠানিকভাবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে তুলে দেন ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন।

জানুয়ারি মাসে যে সময় ভারতরত্ন সম্মানের জন্য প্রণব মুখার্জি মনোনীত হন সেদিনই সকাল দিওয়ালিতে মেতে উঠেছিল প্রণব মুখার্জির গ্রাম কীর্ণাহারের মিরাটি। আর আজ ঘোষণা মত সেই সর্বোচ্চ সম্মান পাওয়ার পর আনন্দে আত্মহারা মিরাটি।


প্রথম বাঙালি হিসেবে ভারতরত্ন উপাধি পেয়েছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি ১৯৬২ সালে পেয়েছিলেন ভারতরত্ন সম্মান। ডাক্তার বিধান চন্দ্র রায় পেশায় একজন ডাক্তার হলেও তাঁর অবদান ছিল শিক্ষা, সমাজসেবা এবং রাজনীতিতে অপরিসীম। তাইতো তিনি পশ্চিমবঙ্গের রূপকার হিসাবে অভিহিত। দ্বিতীয় বাঙালি হিসাবে ভারতরত্ন সম্মান পেয়েছিলেন সত্যজিৎ রায়ের ১৯৯২ সালে। ১৯৯৯ সালে আরো দুই বাঙ্গালী নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেন এবং পন্ডিত রবি শংকর এই সম্মানে ভূষিত হন। আর এবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আরও একজন বাঙালী হিসাবে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নের অধিকারী হলেন আজ ২০১৯ সালে।