মায়েদের জন্য সুখবর, কেন্দ্রের এই প্রকল্পে মিলবে ৬০০০ টাকা, না জানলে মিস

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, প্রতিটি সরকার তাদের নাগরিকদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসে। এই সকল প্রকল্পের মধ্য দিয়ে দেশের নাগরিকদের যাতে সুযোগ-সুবিধা দেওয়া যায় তার জন্য এমন বন্দোবস্ত করা হয়। সেই রকমই এবার কেন্দ্রের তরফ থেকে দেশের মায়েদের জন্য এমন একটি প্রকল্প আনা হলো যাতে ৬০০০ টাকা করে পাবেন তারা।

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে প্রকল্প আনা হয়েছে সেই প্রকল্পটি গর্ভবতী মায়েদের জন্য। আসন্নপ্রসবা মহিলা এবং সদ্যোজাত সন্তানদের দেখভালের জন্য এই প্রকল্পের আওতায় কেন্দ্রের তরফ থেকে ৬০০০ টাকা দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘জননী সুরক্ষা স্কিম’।

এই প্রকল্পের আওতায় নিম্ন আয়ের পরিবারের গর্ভবতী মহিলাদের আর্থিক সুযোগ-সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা গর্ভবতী মহিলারা সরাসরি তাদের অ্যাকাউন্টে সরকার প্রদত্ত এই টাকা পাবেন। ভারতের মতো দেশে বহু পরিবারের মহিলারা গর্ভবতী এবং তাদের সদ্যোজাতদের জন্য যে ধরনের পুষ্টির প্রয়োজন হয় তা তারা বহন করতে পারেন না মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে। এই কথা মাথায় রেখেই এই সুবিধা প্রদান করা হচ্ছে।

সরকারি হাসপাতাল ছাড়াও যদি সরকার স্বীকৃত কোন বেসরকারি হাসপাতালে মায়েরা তাদের সন্তানদের জন্ম দেন তাহলেও এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এই দুই ধরনের হাসপাতাল ছাড়া অন্য কোথাও সন্তানের জন্ম দিলে এই প্রকল্পের সুবিধা পাবেন না মহিলারা।

এই প্রকল্পের আওতায় নাম লেখা যাবে আশা কর্মীদের সহযোগিতায়। আশা কর্মীদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য। এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে যে সকল নথির প্রয়োজন হবে তা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড এবং সরকারি হাসপাতাল, যেখানে সন্তান জন্মগ্রহণ করেছে, সেখানকার ডেলিভারি সার্টিফিকেট।