‘দ্রৌপদী আসল নাম নয়’, তাহলে আসল নাম কি, জানালেন নতুন রাষ্ট্রপতি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২২-এর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের ১৫তম রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু। দেশের প্রথম এই আদিবাসী রাষ্ট্রপতি সবুজ লাল পাড়ের সাদা শাড়ি পরে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর তিনি নাকি জানান তার আসল নাম দ্রৌপদী নয়। এমনকি তার জীবনে একাধিকবার তার নাম পরিবর্তন হয়েছে।

দ্রৌপদী নামটি রেখেছিলেন তার এক স্কুল শিক্ষক বলে জানিয়েছেন তিনি। একটি ওড়িয়া ম্যাগাজিনে যাওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সাঁওতালি ভাষায় তার আসল নাম ছিল ‘পুটি’। পরে তিনি স্কুলে যখন পড়াশুনা করছিলেন সেই সময় এক শিক্ষক তার এই নাম পরিবর্তন করে দ্রৌপদী রাখেন।

দ্রৌপদী মুর্মু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আদিবাসী সংস্কৃতিতে নাম কখনো মারা যায় না। যদি পরিবারে একটি মেয়ে জন্মগ্রহণ করে, সে তাঁর দিদার নাম নেয়। যখন একটি ছেলে জন্ম নেয়, তখন দাদুর নামে তার নামকরণ করা হয়। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, জীবন কালেই তার নাম বহুবার পরিবর্তিত হয়েছে।

তিনি জানিয়েছেন, এককালে তার নামের উচ্চারণ করা হতো দূরপদি। পরে আবার সেই উচ্চারণ হয় দৌরপদি। শেষমেশ তার নাম এখন এসে ঠেকেছে দ্রৌপদীতে। এছাড়াও তিনি জানিয়েছেন তার পদবী মুর্মু ছিল না। জন্মের পর তার পদবী ছিল টুডু।

১৫ তম রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মু শপথ গ্রহণ করার সঙ্গে সঙ্গে চারটির বেশি রেকর্ড তৈরি করেছেন। সেই সকল রেকর্ডের মধ্যে উল্লেখযোগ্য রেকর্ডগুলি হল, প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, সবচেয়ে কম বয়সের রাষ্ট্রপতি, স্বাধীনতার পরে জন্মগ্রহণ করা প্রথম রাষ্ট্রপতি ইত্যাদি।