অভিষেককে ডায়মন্ড হারবারে হারানো কতটা চ্যালেঞ্জিং! পরপর দু’বার কত ভোটে তিনি জিতেছিলেন

নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোট (Lok Sabha Election 2024) আসতে এখনো মাস কয়েক দেরি থাকলেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বড় চর্চা। চর্চা শুরু হয়েছে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কেন্দ্র ডায়মন্ড হারবারকে নিয়ে। কেননা ইতিমধ্যেই বিরোধীদের তরফ থেকে এই লোকসভা কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জিকে হারানোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

দিন কয়েক আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুংকার দিয়ে জানিয়েছিলেন, ডায়মন্ড হারবারে এবার অভিষেক ব্যানার্জিকে হারাবেন। অন্য কাউকে দাঁড় করিয়ে সেখানে তাকে হারাবেন। শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পরই আবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও একইভাবে অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দেখা যায়। তিনি বলেন, ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে তিনি প্রাক্তন করে দেখাবেন। দল যদি অনুমতি দেয় তাহলে তিনি এবার ওই কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই সকল হুঁশিয়ারি এবং হুংকারের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবারে হারানো বিরোধীদের জন্য কতটা চ্যালেঞ্জিং? আগের দুটি লোকসভা নির্বাচনে কত ভোটে অভিষেক ব্যানার্জি জয়লাভ করেছিলেন ডায়মন্ড হারবার থেকে। আগের দুটি লোকসভা নির্বাচনে বিরোধীরা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের থেকে কত দূরে ছিলেন?

২০১৪ সালে প্রথমবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিষেক ব্যানার্জি। এবার তিনি ৪০.৭১ শতাংশ ভোট পেয়েছিলেন। মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৫ লক্ষ ৮ হাজার ৪৮১ টি। ওই নির্বাচনে অভিষেক ব্যানার্জীর নিকটতম প্রতিদ্বন্দ্বি সিপিআইএম প্রার্থী আবুল হাসনত পেয়েছিলেন ৪ লক্ষ ৩৭ হাজার ১৮৭ টি ভোট।

একই কেন্দ্র থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জি পেয়েছিলেন ৭ লক্ষ ৯১ হাজার ১২৭টি ভোট। মোট ভোটের ৫৬.১৩ শতাংশ গিয়েছিল তার ঝুলিতেই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীলাঞ্জন রায় পেয়েছিলেন ৪ লক্ষ ৭০ হাজার ৫৩৩ টি ভোট। অন্যদিকে এই কেন্দ্র থেকেই সিপিআইএম প্রতিদ্বন্দি ডঃ ফুয়াদ হালিম পেয়েছিলেন ৯৩ হাজার ৯৪১ টি ভোট। কংগ্রেস প্রতিদ্বন্দ্বী সৌম্য আইচ রায় পেয়েছিলেন ১৯ হাজার ৮২৮ টি ভোট।