বাজেটে কোন কোন জিনিষের দাম কমল, কিসের বাড়ল, রইল পূর্ণাঙ্গ তালিকা

আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থবর্ষ শুরু হয় প্রত্যেক বছরের চতুর্থ মাস এপ্রিল মাস থেকে। সেরকমই ২০২৩ সালের অর্থবর্ষ শুরু হতে চলেছে এপ্রিল মাস থেকে। আর তার আগেই ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারি, আজ বুধবার বাজেট পেশ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানালেন ২০২৩ সালের অর্থবর্ষে কোন কোন জিনিসের দাম বৃদ্ধি ও দাম হ্রাস হতে চলেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসপত্রের দামের উত্থান-পতন হচ্ছে।

সম্প্রতি গত মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৩ সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন। সেখানে তিনি বলেছেন, গত দু-বছরের তুলনায় ২০২৩ সালে জিডিপি কম বৃদ্ধি পাবে। তিনি জানিয়েছেন, ভারতের সমীক্ষা অনুসারে ২০২৩ সালে ৬.৫ শতাংশ জিডিপি বৃদ্ধি পাবে। এছাড়াও, জানা গিয়েছে ভারত প্রধান অর্থনীতির পথে অনেকটাই ঊর্ধ্বমুখী। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সারা বিশ্বে অর্থনৈতিক সংকট দেখা দিলেও ভারতের বাজেট পেশে তা আশার আলো দেখাবে ভারতসহ ভারতের প্রত্যেক জনসাধারণকে।

তবে এবার জেনে নেওয়া যাক জিনিসপত্রের দামের হ্রাস-বৃদ্ধি। যা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে জনসাধারণ। আজ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের বাজেট পেশ মাধ্যমে জানা গিয়েছে ভারতের বেশ কয়েকটি জিনিসের আমদানি শুল্কে ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে।

ফলস্বরূপ, ভারতে বেশ কয়েকটি জিনিসের দাম হ্রাস হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারামন। তাঁর কথায়, দাম কমতে পারে মোবাইল ফোন, সাইকেল, টিভি, চিমনি, দেশের তৈরি খেলনা, মোবাইল ফোনে চার্জার প্রভৃতি। এছাড়াও, তিনি জানিয়েছেন, দাম কমবে ওয়ার্কশপে তৈরি হীরে, বস্ত্র এবং ইলেকট্রিক বাইক ও গাড়ির।

এর পাশাপাশি তিনি যেসব জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে সেই বিষয়েও জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, দাম বৃদ্ধি পাবে সিগারেট, প্ল্যাটিনাম, ছাতা, বিদেশি জিনিসপত্র, এক্সরে মেশিন প্রভৃতি। জানা গিয়েছে, আমদানি শুল্কের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দাম বাড়তে চলেছে সোনা-রুপো, সিঙ্গল অথবা মাল্টিপল লাউডস্পিকার, রান্নাঘরের চিমনি, বিদেশ থেকে আসা খেলনা, সোলার সেল, ইমিটেশন জুয়েলারি ও আরো অন্যান্য জিনিস। তবে সম্প্রতি নির্মলা সীতারামনের এই অর্থনৈতিক বাজেট পেশে খুব একটা চিন্তিত হচ্ছে না জনসাধারণ।