মাতৃ বিয়োগেও কর্তব্যে অবিচল, মোদির হাতেই উদ্বোধন হলো বন্দে ভারত এক্সপ্রেসের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মাতৃ বিয়োগের দিনেও কর্তব্যে অবিচল থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মায়ের শেষকৃত্য শেষ করার পরই তাকে দেখা গেল বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে। এদিন ভার্চুয়ালি হাওড়া স্টেশনে প্রথম পথচলা শুরু হলো হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এদিন সবুজ পতাকা নাড়িয়ে সবুজ সংকট দেওয়ার পাশাপাশি হাওড়া স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরপরই বন্দে ভারত নিয়ে স্বপ্নপূরণ হলো বাংলার। যদিও সশরীরে কলকাতায় এসে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করার স্বপ্ন পূরণ হলো না মোদি তথা বাংলার বাসিন্দাদের।

Advertisements

শুক্রবার হাওড়া স্টেশন থেকে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পথ চলা শুরু করার পর বিভিন্ন স্টপেজে ট্রেনটি স্টপেজ দেয়। যদিও বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করার পর অর্থাৎ আগামী রবিবার থেকে সেই সকল স্টপেজে ট্রেনটি দাঁড়াবে না। এদিন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে যেমন বাংলার মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো সেই রকমই স্টেশনে স্টেশনে উৎসাহ দেখা যায়। ট্রেনটিকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন স্তরের মানুষদের বিভিন্ন স্টেশনে ভিড় জমাতে দেখা যায়।

Advertisements

শুক্রবার ঠিক ১১ঃ৪০ মিনিটে হাওড়া স্টেশনে উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। তারপরই নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। ট্রেনটি বাণিজ্যিকভাবে রওনা দেওয়ার পর ৮ ঘণ্টার মধ্যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। শতাব্দি এক্সপ্রেসের তুলনায় প্রায় ৫০ মিনিট কম সময় নেবে বলে দাবি রেলের।

ট্রেনটি বুধবার বাদে সপ্তাহে ছয় দিন যাতায়াত করবে। হাওড়া থেকে এনজেপি ভাড়া পড়বে সিসি ১,৫৪৩ টাকা, এক্সিকিউটিভ ২৮০৩ টাকা। স্টপেজ দেবে বোলপুর, মালদা টাউন এবং বিহারের বরসৌইতে।

Advertisements