নিজস্ব প্রতিবেদন : যেকোনো রাজ্যের বাসিন্দাদের সহজে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক পরিকাঠামো সব ক্ষেত্রেই প্রয়োজন সাজানো গোছানো পরিবহন ব্যবস্থা। একসময় পরিবহন ব্যবস্থা অনেকটাই সাজানো-গোছানো থাকলেও করোনাকালে পরিবহন ব্যবস্থার কোমর ভেঙে গিয়েছে। বিশেষ করে বেসরকারি পরিবহন ব্যবস্থা। এবার এসবকে দূরে সরিয়ে নতুন করে পরিবহন ব্যবস্থাকে সাজানোর জন্য নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার।
রাজ্য সরকারের তরফ থেকে পরিবহন ব্যবস্থাকে সাজানোর জন্য যে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই বড় পদক্ষেপের পরিপ্রেক্ষিতে রাজ্যে যে সকল রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি (RTA Board WB) রয়েছে সেগুলি ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলায় এই রকম বোর্ড রয়েছে। যে সকল বোর্ডের চেয়ারম্যানরা হয়ে থাকেন জেলাশাসক। এর পাশাপাশি এই বোর্ডের অন্য গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে থাকেন শাসকদলের স্থানীয় বিধায়ক।
কিন্তু আরটিএ-এর বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে। রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়াও বছরের পর বছর ধরে হাজার হাজার আবেদনপত্র পড়ে রয়েছে। এসবের পরিপ্রেক্ষিতেই এবার পুরাতন বোর্ড ভেঙ্গে নতুন বোর্ড তৈরি করার নির্দেশ দিয়েছেন রাজ্যের পরিবহন সচিব সৌমিত্র মোহন। আর এই বোর্ড ভেঙ্গে দিয়ে নতুন বোর্ড তৈরি করে পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবহন ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে বেসরকারি যানবাহনের ক্ষেত্রে। নতুন ব্যবস্থার মধ্য দিয়ে নতুন নতুন রুট তৈরি এবং পারমিট দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেবে রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। নতুন এই ব্যবস্থার ফলে বেসরকারি পরিবহনের ক্ষেত্রে নতুন পথ খুলে যাবে আর বেসরকারি পরিবহনের সঙ্গে যুক্তরা নতুন নতুন রোজগারের পথ দেখবেন বলেই আশা করা হচ্ছে।
এছাড়াও জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্যে পরিবহনের জন্য বিভিন্ন নতুন নতুন রুট চালু হলেও কিন্তু পর্যাপ্ত যানবাহন চালানোর জন্য যে পারমিট প্রয়োজন হয় সেই সকল পারমিট পেতে সমস্যায় পড়ছেন বেসরকারি পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। আর এই সকল জটিলতা কাটানোর জন্যই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জটিলতা কাটলেই একদিকে যেমন বেসরকারি পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা রোজগারের নতুন পথ দেখতে পাবেন, ঠিক সেই রকমই সাধারণ যাত্রীদের সামনে যোগাযোগ ব্যবস্থার নতুন পথ খুলে যাবে।