রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের অন্তিম সময়সীমা বেঁধে দিল রাজ্য

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে আগেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার প্রক্রিয়া শুরু করা হয়। পরবর্তীতে এই প্রক্রিয়া শুরু হয় পশ্চিমবঙ্গেও। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি চালু হয় ‘এক দেশ, এক রেশন কার্ড’। এসবের পরিপ্রেক্ষিতে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক ঘোষণা করে রাজ্য সরকারের অধীনস্থ খাদ্য দপ্তর।

রাজ্য সরকারের অধীনস্থ খাদ্য দপ্তর দীর্ঘদিন ধরে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা বৃদ্ধি করলেও এবার অন্তিম সময়সীমা বেঁধে দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তর এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী ১৯ মার্চের মধ্যে এই গোটা প্রক্রিয়াটি শেষ করতে হবে।

রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে এই বিষয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের দু’ধরনের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক। তবে নির্দিষ্ট এই সময়ের মধ্যে লিঙ্ক করানো সম্ভব না হলে রেশন কার্ড বাতিল হবে নাকি সামগ্রী দেওয়া থেকে বঞ্চিত করা হবে তা স্পষ্ট করে জানানো হয়নি।

পশ্চিমবঙ্গে দু’ধরনের রেশন কার্ড রয়েছে। এক ধরনের রেশন কার্ডের মধ্য দিয়ে উপভোক্তারা ভর্তুকি মূল্যে চাল, গম ইত্যাদি খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। এক্ষেত্রে এইসকল উপভোক্তাদের দ্রুত এই সংযুক্তিকরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের আধার কার্ড নেই তাদের আগামী ৩১ মার্চের মধ্যে আবেদন করে জানাতে হবে। তবে যাঁদের বয়স ৫ বছর অথবা তার কম তাদের আধার কার্ড বাধ্যতামূলক নয়।

এর পাশাপাশি জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যতদিন পর্যন্ত এই সংযুক্তিকরণ প্রক্রিয়া শেষ না হচ্ছে ততদিন উপভোক্তারা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ব্যাঙ্কের পাসবুক দেখিয়ে খাদ্য সাথী প্রকল্পের সুবিধা নিতে পারবেন।