সময় লাগবে ৫ মিনিট, বাড়িতে বসেই এই ভাবে জমা দিন Income Tax

নিজস্ব প্রতিবেদন : ২০২১-২২ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স জমা দেওয়ার অন্তিম সময়সীমা হল ৩১ জুলাই। এই সময়সীমার মধ্যে ইনকাম ট্যাক্স জমা না দিলে দিতে হবে জরিমানা। অন্তিম সময়সীমা অনুসারে হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন।

নির্দিষ্ট সময়ের মধ্যে ইনকাম ট্যাক্স জমা না দিলে ৫০০০ টাকা জরিমানা করা হতে পারে। আয়কর দপ্তরের তরফ থেকে এই ইনকাম ট্যাক্স জমা দেওয়ার জন্য বেশ সহজ পদ্ধতি এনেছে অনলাইনে। তবে অনেকেই রয়েছেন যারা অনলাইনে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময় ঘাবড়ে যান। যে কারণে অন্য কোন সংস্থা অথবা ব্যক্তির সাহায্য নিয়ে তারা তাদের এই ইনকাম ট্যাক্স জমা দেন। সেক্ষেত্রে খরচ অনেক বেড়ে যায়।

সহজে অনলাইনে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে করদাতাকে তার সঙ্গে রাখতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, PAN কার্ড, Form 16, স্যালারি স্লিপ ও অন্যান্য প্রয়োজনীয় নথি। এরপর ধাপে ধাপে কয়েকটি অপশন অনুসরণ করলেই খুব সহজে বাড়িতে বসে ইনকাম ট্যাক্স জমা দিয়ে দেওয়া যাবে।

ইনকাম ট্যাক্স জমা দেওয়ার জন্য প্রথমেই আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in -এ যেতে হবে। সেখানে অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার এবং থাকলে লগইন করতে হবে। এরপর বেছে নিতে হবে income tax returns অপশন।

পরবর্তীতে নিজের সমস্ত নথি আপলোড করুন এবং আয়কর জমা দেওয়ার কারণ জানিয়ে দিন। এরপর Assessment Year অপশনে সিলেক্ট করুন FY 2021-22। আপলোড করা সমস্ত নথি মিলিয়ে নিন এবং Form 26A ও AIS-এর সঙ্গে নিজের দেওয়া তথ্য মিলিয়ে নিতে হবে। পরে Preview and submit অপশন বেছে নিতে হবে। এরপরেই শুরু হবে আপনার ITR আপলোড এবং ভেরিফিকেশন প্রক্রিয়া। সেক্ষেত্রে আপনার আধার নম্বরের সঙ্গে থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সব হয়ে যাওয়ার পর ফাইনাল সাবমিসনের জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বরে আরেকটি ওটিপি আসবে। এই সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আয়কর দপ্তরের তরফ থেকে আপনার ইমেল এবং মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেবে রিটার্ন জমা দেওয়ার বিষয়টি।

আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে মোট ছয়টি ফর্ম রয়েছে। যেগুলি হলো সব চাকরিজীবীরা বছরে ৫০ লাখ টাকার কম রোজগার করেন ও আয়ের অন্য কোন উৎস নেই তাদের ITR Form 1/SAHAJ ফর্ম ফিল আপ করতে হবে। যে সকল চাকরিজীবিদের অন্য কোন আয়ের উৎস রয়েছে তাদের ফিলাপ করতে হবে ITR Form 2। ব্যবসায়ীদের ফিলাপ করতে হবে ITR Form 3। বড় ব্যবসায়ীদের ফিলাপ করতে হবে ITR Form 4। যারা অংশীদারিত্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রোজগার করেন তাদের ফিলাপ করতে হবে ITR Form 5 এবং ধারা ১১ ব্যতীত নথিভুক্ত কোম্পানিদের জন্য ফিলাপ করতে হবে ITR Form 6।