পদোন্নতি চান, সরকারি কর্মীদের পরীক্ষার নিয়মে বদল আনল রাজ্য সরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে যেমন চাকরিপ্রার্থীদের পরীক্ষায় বসতে হয়। ঠিক তেমনি আবার চাকরি করছেন এমন সরকারি কর্মীদের পদোন্নতির জন্য পরীক্ষায় বসতে হয়। এবার সেই সকল সরকারি কর্মী যারা পদোন্নতি নিতে ইচ্ছুক তাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন করল রাজ্য সরকার।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মূলত পঞ্চাশোর্ধ চতুর্থ শ্রেণীর কর্মীদের করণিক পদে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে পরীক্ষায় শীতিলতা আনা হয়েছে। এই শিথিলতা আনা হয়েছে কম্পিউটার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। কম্পিউটার টাইপিং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই শিথিলতা আনায় অনেকেই এই পদোন্নতির ক্ষেত্রে সুবিধা পাবেন।

Advertisements

পদোন্নতির ক্ষেত্রে এই শ্রেণীর কর্মীদের বেশ কিছু বিভাগের ক্ষেত্রে আর এই কম্পিউটার টাইপিং পরীক্ষা দিতে হবে না বলে জানানো হয়েছে। যারা এই শ্রেণীর মধ্যে পড়বেন তাদের মধ্যে রয়েছেন সেরিব্রাল পালসিতে আক্রান্ত, অ্যাসিডে আক্রান্ত, কুষ্ঠ রোগ থেকে সেরে ওঠা কর্মীরা। এছাড়াও দৃষ্টিহীন কর্মীদের ক্ষেত্রেও সুবিধা প্রদানের কথা বলা হয়েছে।

Advertisements

দৃষ্টিহীন কর্মী অথবা যারা অন্যান্যদের তুলনায় কম দৃষ্টি শক্তি সম্পন্ন তারা ব্রেইল পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও তাদের ইংরেজিতে টাইপ করার স্পিড কমিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ১২টি শব্দ টাইপ করতে হবে।

এমনিতে বাম আমলে এই ধরনের পঞ্চাশোর্ধ চতুর্থ শ্রেণীর কর্মীদের পদোন্নতির জন্য কম্পিউটার টাইপিং পরীক্ষা দিতে হতো না। কিন্তু পরে সেই নিয়মে পরিবর্তন আনা হয়। এই নিয়মে পরিবর্তন আনার ফলে বহু কর্মী রয়েছেন যারা পদোন্নতি চান তাদের সমস্যায় পড়তে হচ্ছিল। আটকে যাচ্ছিল তাদের পদোন্নতি। এমন পরিস্থিতিতে তাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisements