Ration : উৎসবের মরশুমে রেশন গ্রাহকদের সুখবর দিল রাজ্য, মিলবে বাড়তি সুবিধা

নিজস্ব প্রতিবেদন : এসে গেছে উৎসবের মরশুম। এই মরশুমে রয়েছে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এছাড়াও রয়েছে লক্ষ্মীপূজো, কালীপুজো, ছট ইত্যাদি। পুজোর মাসের এই আনন্দের কথা মাথায় রেখে এবার রাজ্য সরকারের তরফ থেকে রেশন গ্রাহকদের জন্য সুখবর দেওয়া হল। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সুখবরে জানানো হয়েছে, বাড়তি সুবিধার প্রসঙ্গ।

রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই সুবিধার কথা। এই দপ্তরের ঘোষণা অনুযায়ী বিশেষ দুই ধরনের রেশন কার্ড গ্রাহকরা এই বাড়তি সুবিধা পাবেন। ময়দা, চিনি, তেল ইত্যাদিতে মিলবে বিশেষ ভর্তুকি। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

এই অফার চলাকালীন ১ কেজি আটা পাওয়া যাবে ২৯ টাকা কিলো দরে। ৩২ টাকায় পাওয়া যাবে ১ কিলো চিনি। ১৬৬ টাকায় পাওয়া যাবে ১ কিলো কাচ্চিঘানি সর্ষের তেল। ৫০০ মিলি লিটার সরষে তেল পাওয়া যাবে ৮৯ টাকায়। পাম ওয়েল ১ লিটার ১৩৮ টাকা ও ৫০০ মিলিলিটার ৭০ টাকায় পাওয়া যাবে।

রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে এই সুবিধা অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ডগ্রাহক পরিবারগুলির জন্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে বাড়তি সুবিধা না পেলেও অগ্রাধিকার প্রাপ্ত (PHH) ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ কার্ডগ্রাহকরা আগের মতই খাদ্য সামগ্রী পাবেন।

দূর্গা পূজার মাসে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে বিশেষ এই দুই ধরনের রেশন কার্ড গ্রাহকদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে তাতে তারা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।