ইন্টারনেট ছাড়াই ডিজিটাল লেনদেন, চালু করে দিল জনপ্রিয় এই ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে সবকিছুই হয়ে উঠেছে ডিজিটাল (Digital) নির্ভর। শপিং থেকে শুরু করে আর্থিক লেনদেন সবকিছুই এখন হাতের মুঠোয়। মূলত স্মার্টফোন, ইন্টারনেট সহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি মানুষের হাতে হাতে এসে যাওয়ার ফলেই ডিজিটাল নির্ভর হয়ে পড়ছেন মানুষ। এখন বাজার থেকে শুরু করে কোন কিছুর জন্যই মানুষকে দৌড়াদৌড়ি করতে হয় না, বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমে সবকিছু পাওয়া যায়।

ঠিক একইভাবে কোন কিছু কেনাকাটার ক্ষেত্রেও নগদের জায়গা দখল করে নিচ্ছে ডিজিটাল পেমেন্ট (Digital Payment)। আবার ডিজিটাল পেমেন্টের কথা বলতে গেলে সবার প্রথমেই পাশে ইউপিআই (UPI)। এই ইউপিআইয়ের মাধ্যমেই এক নিমেষে আর্থিক লেনদেন করা সম্ভব হয়। এক নিমেষে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় প্রয়োজনীয় টাকা।

কিন্তু ডিজিটাল লেনদেন করার ক্ষেত্রে এতদিন যা জানা ছিল তাতে ফোনে ইন্টারনেট পরিষেবা থাকা বাধ্যতামূলক। ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন ইউপিআই অ্যাপ আর্থিক লেনদেন করে থাকে। কিন্তু এবার এই ধারণাতেও ব্যাপক বদল এসেছে এবং ইন্টারনেট ছাড়াই ইউপিআই লেনদেন শুরু হয়েছে। ইন্টারনেট ছাড়াই ইউপিআই লেনদেন শুরু করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)।

সরকারি ব্যাংক হিসাবে এই ব্যাংকের তরফ থেকে প্রথম IVR-ভিত্তিক UPI পরিষেবা আনা হলো। এই পরিষেবার পুরো নাম UPI 123PAY। ২০২৫ সালের মধ্যে কার্ড হীন এবং নগদহীন সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই পরিষেবা চালু করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। এই পরিষেবার মধ্য দিয়ে এবার ইন্টারনেট পরিষেবা নেই অথবা দুর্বল ইন্টারনেট পরিষেবা রয়েছে এমন জায়গাতেও ইউপিআই পেমেন্ট করা সম্ভব হবে।

UPI 123PAY পরিষেবার মধ্য দিয়ে পেমেন্ট করার জন্য 9188-123-123 নম্বরে কল করতে হবে। এরপর এখানে আইভিআর-এর মাধ্যমে বিভিন্ন ইন্সট্রাকশন দেওয়া হবে এবং সেই সকল ইন্সট্রাকশন মেনে চললেই নিমেষে হয়ে যাবে পেমেন্ট। এই পরিষেবার ফলে আর ইন্টারনেটের জন্য দৌড়াতে হবে না এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো পেমেন্ট করার জন্য গ্রাহকদের কোনরকম ইন্টারনেট নির্ভর থাকতে হবে না।