টাকার পর ডঃ ডিগ্রি নিয়েও দুর্নীতি, পার্থের বিরুদ্ধে নয়া অভিযোগ

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি ইডি হেফাজতে। এডি হেফাজতে যাওয়ার পরেই তাকে আবার ঢাল, তরোয়াল সব হারাতে হয়েছে। মন্ত্রিত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরানোর পাশাপাশি দল থেকে তাকে সাসপেন্ড করেছে শাসকরা।

এসবের মধ্যেই এবার টাকা নিয়ে দুর্নীতির পাশাপাশি দুর্নীতির অভিযোগ উঠলো ডঃ ডিগ্রিতেও। কোর্স ওয়ার্কে হাজিরা নিয়ে অভিযোগের পাশাপাশি অভিযোগ উঠছে পার্থ চট্টোপাধ্যায়ের গবেষণাপত্র নিয়েও। যদিও এই অভিযোগ নতুন কিছু নয়, তখন তিনি গবেষণা শুরু করেছিলেন তখনই এই অভিযোগ মাথাচাড়া দিয়েছিল।

তার বিরুদ্ধে অভিযোগ, গবেষণাপত্রে ৫০ শতাংশের বেশি বিষয়বস্তু তার নিজস্ব নয়। এমনকি সেই সকল লেখা কোথায় থেকে নেওয়া হয়েছে তার ঋণ স্বীকারোক্তিও করা হয়নি গবেষণাপত্রে। কোর্স ওয়ার্কে ৪৮ দিনের ক্ষেত্রে তার উপস্থিতি মাত্র দুদিন। পাশাপাশি তার ২২৬ পাতার গবেষণা পত্রটি তার লেখা নয়।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশের অভিযোগ, সেই সময় বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপককে মন্ত্রীর এই গবেষণাপত্র লিখে তৈরি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সূত্রের দাবি, কলকাতার একটি বিলাসবহুল হোটেলে সেই সকল অধ্যাপকদের ডেকে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কথা বলানো হয়।

ইডি হেফাজতে থাকা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে বিষয়টি নিয়ে গবেষণা করেছিলেন সেই বিষয়টি ছিল ‘ট্রান্সফর্মিং ইন্ডিয়ান ইকনমি টু নলেজ ইকনমি: দ্য রোল অব হিউম্যান রিসোর্স উইথ রেফারেন্স টু ইন্ডিয়া’। এই অভিযোগ পত্র নিয়ে আগেই অভিযোগ তুলেছিলেন হাইকোর্টের আইনজীবী অরুণাভ ঘোষের মেয়ে আত্রেয়ী ঘোষ। সেই সময় আইনজীবী অরুনাভ ঘোষ দাবি করেছিলেন, ৭৪ শতাংশ নকল করে লেখা ওই গবেষণাপত্র।