Ratan Tata: ভাগ্য পাল্টাতে পারে রতন টাটার এই উক্তি, রইল বিস্তারিত। ভারতের অন্যতম জনপ্রিয় সফল ব্যবসায়ী রতন টাটা। সদ্য প্রয়াত হয়েছেন তিনি। তার জীবনাদর্শন পাল্টে দিতে পারে আপনার জীবনকেও। জীবৎকালে তিনি একাধিক উক্তি করে গেছেন। সেই সমস্ত উক্তি যদি মেনে চলতে পারেন তাহলে হয়তো জীবনে চলার পথটা আপনার জন্যও মসৃণ হতে পারে। আজকের প্রতিবেদনে রতন টাচার করা কয়েকটি উক্তি সম্পর্কে আলোচনা করা হলো।
ভারতীয় ব্যবসায়ী রতন টাটার (Ratan Tata) নাম জানেন না এমন মানুষ হয়তো ভারতবর্ষে নেই। ব্যবসায়ী হিসেবে তিনি সাফল্যের চূড়ান্ত সীমায় প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন নিজেকে। তার কিছু উক্তি মেনে চলতে পারেন আপনিও। এই সমস্ত উক্তিই আপনার জীবনে হয়ে উঠতে পারে সফলতার চাবিকাঠি। রতন টাটা বলেছিলেন জীবনে যদি আপনি দ্রুত সাফল্য পেতে চান, তাহলে একলা চলুন। আর যদি দীর্ঘমেয়াদি সাফল্যের আশা করেন তাহলে সঙ্গ নিন। একাধিক মানুষের হস্তক্ষেপে সাফল্য আসতে দেরি হয় কিন্তু সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়।
আরো পড়ুন: এই দেশে একবার ঢুকে গেলে আপনি চলে যাবেন অতীতে! কি জানালেন বিশেষজ্ঞরা!
ব্যাবসায়ী রতন টাটার (Ratan Tata) মতে জীবনে উত্থান পতন খুব জরুরী। ওঠাপড়া না থাকলে জীবনে সাফল্য আসে না। এগিয়ে চলা যায় না। সমস্যা জীবনে আসবেই। সমস্যা সমাধান করাই এগিয়ে চলার নিয়ম। সমস্যা তাদের কাছেই আসে যাদের সমস্যা সমাধান করার ক্ষমতা রয়েছে। অর্থাৎআপনি কোনো সমস্যায় পড়েছেন মানে অবশ্যই আপনি সেই সমস্যা থেকে বেরোতে পারবেন। শুধু আপনাকে সঠিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। জীবনের রিক্স না নেওয়াটাই সব থেকে বড় রিস্ক বলে মনে করতেন রতন টাটা।
আরো পড়ুন: অনেক তো ব্যবহার করছেন PDF, জানেন এর বাংলা অর্থ কি!
জীবনে একটা সত্যি সবার আগে স্বীকার করে নিতে হবে। দুনিয়া প্রয়োজনে চলে। যতদিন এই দুনিয়ার আপনাকে প্রয়োজন ততদিনই আপনি দুনিয়ার কাছে দাম পাবেনশ যেদিন আপনার প্রয়োজন ফুরাবে সেদিন আর কোন দাম থাকবে না। রতন টাটা (Ratan Tata) বলতেন তিনি সঠিক সিদ্ধান্ত নেওয়াতে বিশ্বাসী নন। তিনি সিদ্ধান্ত নেওয়ার পর তাকে বাস্তবায়িত করাতে বিশ্বাসী। সব সময় চলার পথে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়তো সম্ভব হয় না। কিন্তু যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেটাকে বাস্তবে রূপান্তরিত করা কিন্তু সম্ভব। শুধু চাই অদম্য ইচ্ছাশক্তি এবং যথোপযুক্ত চেষ্টা।
আরো একটি কথা প্রায় সব সময় বলতেন রতন টাটা (Ratan Tata)। তিনি বলতেন সাফল্যকে কখনো মাথায় উঠে নাচতে দেবেন না, আবার ব্যর্থতা নিয়ে হাহাকারও করবেন না। ব্যর্থতার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন হচ্ছে সেই অভিজ্ঞতাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। কিন্তু সাফল্য অর্জনের পর তাকে নিয়ে মেতে থাকলে চলবে না। সেই সাফল্যের উপর ভর করে আরো বেশি সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে। রতন টাটা বলতেন কেউ যদি আপনার দিকে পাথর ছোড়ে তাহলে তাকে সেই পাথর ফেরত দেবেন না। সেই পাথর দিয়ে ইমারত গড়ে তাকে দেখিয়ে দিন। আপনার জন্য করা বিরূপ প্রতিক্রিয়াগুলোকে নিজের জীবনের সাফল্যের ভীত হিসেবে বা শক্তি হিসেবে ব্যবহার করুন।