নিজস্ব প্রতিবেদন : ভোটের জন্য হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন থাকলেও ভাঙ্গন ঠেকানো সম্ভব হচ্ছে না শাসকদল তৃণমূলের। আর এই ভাঙ্গন যেন আরও একটু ত্বরান্বিত হলো মাস্টারমশাইয়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের অন্যতম সঙ্গী সিঙ্গুরের বিদায়ী বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য সোমবার বিজেপির হেস্টিংস অফিসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তবে এখানেই শেষ নয় এছাড়াও রয়েছেন আরও একাধিক তৃণমূল নেতা-নেত্রী।
সোনালী গুহ : (বিদায়ী বিধায়ক সাতগাছিয়া) প্রাক্তন ডেপুটি স্পিকার তথা মমতা ঘনিষ্ঠ এই তৃণমূল নেত্রীও এবার রাখঢাক না রেখেই পদ্ম শিবিরে নাম লেখালেন ভোটের আগে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তার মধ্যে ক্ষোভ জন্মেছিল। তিনি আসন্ন বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৃণমূলের টিকিট পান নি। আর এর পরেই হবে সিদ্ধান্ত নেন বিজেপিতে যাওয়ার। তবে বিজেপি তাকে প্রার্থী না করলেও তিনি বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করবেন বলে আগেই জানিয়েছেন।
দীপেন্দু বিশ্বাস : (বিদায়ী বিধায়ক বসিরহাট দক্ষিণ) ক্রীড়া জগতের এই মানুষটি মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাত ধরে রাজনীতিতে পা রাখেন। তবে চলতি বছর তাকে আচমকা টিকিট দেওয়া হয় নি তৃণমূলের তরফ থেকে। তারপর থেকেই তার মধ্যে ক্ষোভ জন্মায়। দলবদলে সিদ্ধান্ত নিয়ে ফুটবলার দীপেন্দু বিশ্বাস যোগ দিলেন বিজেপিতে।
জটু লাহিড়ী : (বিদায়ী বিধায়ক শিবপুর) বয়সের কারণ দেখিয়ে তাকে টিকিট দেয়নি তৃণমূল। এর পরেই তিনি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিজেপিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারপর প্রার্থী হওয়ার মতো কোনো শর্ত না রেখেই বিজেপিতে যোগ দিলেন। তিনি আগেই জানিয়েছিলেন, ‘রাজ্য থেকে তৃণমূল সরকার যত তাড়াতাড়ি বিদায় হবে ততই দেশের মঙ্গল’।
শীতল সর্দার : (বিদায়ী বিধায়ক সাঁকরাইল) সাঁকরাইল বিধানসভার বিধায়ক টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। বেশ কয়েকদিন ধরেই তাকে নিয়ে জল্পনা চলছিল বিজেপিতে যোগ দেওয়ার।
সরলা মুর্মু : টিকিট না পেয়ে যখন তৃণমূলের বিধায়করা দল ছাড়ছেন ঠিক সেই সময় সরলা মুর্মু টিকিট পেয়েও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তার বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে জানা গিয়েছে, নিজের পছন্দমত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তিনি পাননি। বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘন্টা আগে তাকে প্রার্থী তালিকা থেকে বাদ দেয় তৃণমূল এবং হাবিবপুরের নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় প্রদীপ্ত বাস্কেকে।
তনুশ্রী চক্রবর্তী : টলিউডের আরও এক তারকা অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সোমবার পদ্ম শিবিরে নাম লেখালেন। বেশ কয়েকদিন ধরেই তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সোমবার সেই জল্পনার অবসান ঘটলো।
[aaroporuntag]
এছাড়াও সোমবার বিজেপির রাজ্য সদর দপ্তরে সরলা মুর্মুর পাশাপাশি মালদহ জেলা পরিষদের ১৪ জন সদস্য বিজেপিতে যোগ দিলেন। যার পরে পশ্চিমবঙ্গের প্রথম কোন জেলা পরিষদ মালদহ জেলা পরিষদ বিজেপির দখলে এলো।