নিজস্ব প্রতিবেদন : বাংলা, হিন্দি, ওড়িয়া সব ধরনের সিনেমায় অভিনয় করার পর দিদি নম্বর ওয়ান থেকে আরও কয়েকগুণ জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। তিনি এখন এসবের বাইরে আবার রাজনীতির আঙ্গিনায় পা দিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের প্রার্থী। এমন একজন সেলিব্রেটির প্রতিপত্তি, সম্পত্তি, পড়াশোনা রীতিমতো আপনার চোখ কপালে তুলবে।
রচনা ব্যানার্জীর সম্পত্তির (Rachna Banerjee’s Property) হিসেব সম্প্রতি পাওয়া গিয়েছে ইলেকশন কমিশন থেকে। যে হিসেব অনুযায়ী তার সম্পত্তির তালিকা বিশাল লম্বা চওড়া। এছাড়াও তিনি তার স্বামী প্রবাল কুমার বসুর থেকে কয়েকগুণ বেশি রোজগার করে থাকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রচনা ব্যানার্জীর সম্পত্তির পাশাপাশি তার শিক্ষাগত যোগ্যতাও (Rachna Banerjee’s Education Qualification)।
নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে রচনা ব্যানার্জি শেষ পাঁচ অর্থ বর্ষে যথাক্রমে রোজগার করেছেন ২ কোটি ৩৩ লক্ষ ৭৪ হাজার ১৪০ টাকা, ২ কোটি ৩১ লক্ষ ৪ হাজার ৬৫০ টাকা, ১ কোটি ৪৪ লক্ষ ২১০ হাজার ২১০ টাকা, ২ কোটি ৪১ লক্ষ ৩১ হাজার ৩৮০ টাকা, ৩ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৮০ টাকা। সেই জায়গায় তার স্বামীর শেষ পাঁচ অর্থবর্ষে রোজগার ছিল যথাক্রমে মাত্র ৪ লক্ষ ৯৪ হাজার ২৫০ টাকা, ৪ লক্ষ ৯২ হাজার ৪০০ টাকা, ৪ লক্ষ ২০ হাজার ৫১০ টাকা, ৬৩ হাজার ৮১০ টাকা, ২ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা। রচনা ব্যানার্জি যখন কোটিতে খেলছেন তখন তার স্বামী হাজার লাখে।
আরও পড়ুন ? Rachana Banerjee’s Married Life: গোপনে প্রেম, কতবার বিয়ে করেছেন দিদি নং ১ এর রচনা দিদি!
রচনা ব্যানার্জীর স্থাবর সম্পত্তির দিকে নজর রাখলে দেখা যাবে তার নামে রয়েছে চারটি সেভিংস অ্যাকাউন্ট, তিনটি কারেন্ট অ্যাকাউন্ট, ৭২ টি শেয়ারে তিনি বিনিয়োগ করেছেন, এছাড়াও রয়েছে ৭০ টি মিউচুয়াল ফান্ড, ১৩ টি বন্ড, পিপিএফ, পোস্ট অফিসের পাঁচটি স্কিমে বিনিয়োগ, এলআইসির সাতটি বীমা, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ। তার নামে রয়েছে প্রায় এক কেজি অলংকার (৯৫৫ গ্রাম), গাড়ি রয়েছে দুটি। আর এই সব কিছু মিলিয়ে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৭৭৩ টাকা ৭১ পয়সা। অন্যদিকে তার স্বামীর মোট স্থাবড় সম্পত্তির পরিমাণ ৬৭ লক্ষ ২২ হাজার ৫২২ টাকা ৫৬ পয়সা।
রচনা ব্যানার্জীর নামে রয়েছে বেশ কিছু অচাষযোগ্য জমি, বাসযোগ্য বাড়ি এবং বেশ কয়েকটি ফ্ল্যাট, বাংলো। এই সমস্ত কিছু মিলিয়ে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭০ লক্ষ ৫৪ হাজার ৩৫১ টাকা এবং তার স্বামীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯ লক্ষ ১৫ হাজার ৬১০ টাকা। তাদের সম্পত্তি এত যে লোনের কোন নামগন্ধ নেই। এখন রচনা ব্যানার্জীর শিক্ষাগত যোগ্যতা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তিনি ১৯৯২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেছিলেন ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে। অর্থাৎ রচনা ব্যানার্জি একজন উচ্চ মাধ্যমিক পাশ, এর থেকে বেশি আর পড়াশোনার উল্লেখ নেই হলফনামায়।