সুখবর, শুধু একটি WhatsApp, জানা যাবে ট্রেনের সব তথ্য, রইল নম্বর

নিজস্ব প্রতিবেদন : কাজে হোক অথবা ভ্রমণ, কাছে পিঠে হোক অথবা দূরে, অধিকাংশ ক্ষেত্রেই যাত্রীদের যাতায়াতের জন্য ট্রেনের উপর নির্ভরশীল হতে দেখা যায়। কম খরচ এবং আরামদায়ক সফরের জন্য অধিকাংশ যাত্রী ট্রেনকে বেছে নেন তাদের এই সফরকালে।

ট্রেনের এই ব্যাপক চাহিদার কারণে ভারতীয় রেলকে ভারতের গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। এই রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেল এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার তরফ থেকে। সেই রকমই এবার এমন এক পরিষেবা আনা হলো যাতে করে যাত্রীরা, কেবলমাত্র একটি whatsapp নম্বরে মেসেজ করেই জানতে পারবেন তার ট্রেন সম্পর্কিত সব তথ্য।

একটি স্টার্টআপ সংস্থা Railofy এমন ব্যবস্থা নিয়ে এসেছে। এই সংস্থার তরফ থেকে এবার ট্রেনে সফররত যাত্রীদের PNR স্ট্যাটাস এবং রিয়েল টাইম স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে সহযোগিতা করবে। এর ফলে যারা রেলের বিভিন্ন তথ্য জানার জন্য আলাদা আলাদা করে অ্যাপ ডাউনলোড করে রাখেন তাদের আলাদা আলাদা করে অ্যাপ ডাউনলোড করার দরকার হবে না।

Railofy এর মাধ্যমে যাত্রীদের ট্রেন সম্পর্কিত নানান তথ্য পাওয়ার জন্য যে whatsapp নম্বরে মেসেজ করতে হবে সেই নম্বরটি হলো ৯৮৮১১৯৩৩২২। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজে টাইপ করে আপনার পিএনআর নম্বরের ১০ ডিজিট লিখে পাঠাতে হবে। পিএনআর নম্বর পাঠানোর পর এই Railofy এর তরফ থেকে বিভিন্ন তথ্য দেওয়া হবে ট্রেন সম্পর্কিত।

এছাড়াও এই সংস্থার তরফ থেকে খাবার সরবরাহ করা হয়ে থাকে। সেক্ষেত্রে যাত্রীরা চাইলে তাদের যে ওয়েবসাইট অথবা অ্যাপ রয়েছে সেখান থেকে পছন্দমত খাবারের অর্ডার দিতে পারবেন।