Railways will run special train from Kolkata to Uttarakhand: সারা দেশের কাছে উত্তরাখন্ড জায়গাটি দেবভূমি নামে পরিচিত। উত্তরাখন্ড জুড়ে ছড়িয়ে আছে অজানা কত ইতিহাস। একদিকে ঘন জঙ্গল, অন্যদিকে সুউচ্চ তুষারাবৃত পাহাড়ের উপর দিয়ে নেমে আসছে বড় বড় নদী, ঝরনা। এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বহু পর্যটক পৌঁছে যান সেখানে। এই স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য যেন মনে করিয়ে দেয় পৌরাণিক যুগের মুনি ঋষি দের আশ্রমের কথা। হয়তো ঠিক এই কারণেই সাধারণ মানুষের কাছে দেবভূমি নামে পরিচিতি পেয়েছে উত্তরাখন্ড।
দেবভূমি উত্তরাখণ্ডের চির পরিচিত জায়গা গুলিতে বিভিন্ন সময় পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে উত্তরাখণ্ডের এমন কিছু জায়গা আছে যা পর্যটকদের কাছে অচেনা ও অদেখা থেকে যায়। রাজ্যের পর্যটন বিভাগের তরফ থেকে এবার দেবভূমি উত্তরাখণ্ডের সেই সব অজানা জায়গার প্রতি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই রাজ্যের পর্যটন বিভাগ এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের সহযোগিতায় কলকাতা থেকে উত্তরাখণ্ড পর্যন্ত পর্যটকদের জন্য চলবে একটি বিশেষ ট্রেন (Kolkata to Uttarakhand Special Train)। এই ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘মানসখণ্ড এক্সপ্রেস’।
কলকাতা থেকে দেবভূমির উদ্যেশ্যে যে ট্রেনটি চলবে সেটি ৫০০ যাত্রী নিয়ে উত্তরাখণ্ডের দিকে যাত্রা করবে। এসি-টু টিয়ার কামরাযুক্ত এই ট্রেনটি (Kolkata to Uttarakhand Special Train) চালানোর প্রসঙ্গে উত্তরাখণ্ড পর্যটন বিভাগের এক অধিকর্তা সুমিত পন্থ জানিয়েছেন “এই পরিকল্পনার মূল উদ্দেশ্য উত্তরাখণ্ড পর্যটনের প্রতি আগ্রহ বৃদ্ধি। মানসখণ্ড এক্সপ্রেসের টিকিটের দামের ওপর ভর্তুকি থাকছে। ট্যুর প্যাকেজের খরচের মধ্যে যাত্রীদের খাবার, হোটেল খরচ এবং দর্শনীয় জায়গা পরিদর্শনের খরচও ধরা থাকছে”।
আরও পড়ুন ? IRCTC New Rules: ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড় বদল, কনফার্ম হলেই কাটবে টাকা, এসে গেল নতুন পদ্ধতি
এছাড়াও সেই রাজ্যের পর্যটন বিভাগের অন্য কর্তারা জানিয়েছেন আগ্রহী পর্যটকরা এই ট্রেনে সফর করে আসার পর চম্পাবত জেলার পূর্ণগিরি এবং বালেশ্বর মন্দির, পিথোরাগড় জেলার হাট কালিকা ও পাতাল ভুবনেশ্বর মন্দির দেখতে পাবেন।এখানেই শেষ নয়, তারা দেখতে পাবেন নন্দা দেবী, কাটারমলের সূর্য মন্দির এবং নয়নাদেবী মন্দিরের মতো অপূর্ব সুন্দর জায়গা গুলি। এই স্থানগুলিতে পরিদর্শণের মাধ্যমে তারা উত্তরাখণ্ডের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আইআরসিটিসির দেওয়া তথ্য অনুসারে জানা গেছে মানসখণ্ড এক্সপ্রেসের প্রথম রেকটি আগামী এপ্রিল মাসে কলকাতা থেকে উত্তরাখণ্ডের দিকে যাত্রা শুরু করবে। এই ট্রেনে (Kolkata to Uttarakhand Special Train) করে যারা উত্তরাখণ্ডের বেড়াতে যেতে চান তাদের এই এই ভ্রমণ প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জানতে আইআরসিটিসির একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। আইআরসিটিসির ওয়েবসাইটটি হলো www.irctctourism.com। খুব তাড়াতাড়ি এই ওয়েবসাইটের মাধ্যমেই এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানানো হবে।