নিজস্ব প্রতিবেদন : কোনরকম পূর্বাভাস ছিল না। তবে পূর্বাভাস না থাকলেও আচমকা বুধবার বিকাল বেলায় ধেয়ে আসলো কালবৈশাখী ঝড়। দক্ষিণবঙ্গ জুড়ে এখন যেভাবে তাপপ্রবাহ চলছে, যেভাবে পরিস্থিতি ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে, তাতে এইভাবে পূর্বাভাস ছাড়া কালবৈশাখী (Kalbaisakhi) ধেয়ে আসবে তা অনেকের কাছেই অবিশ্বাস্য। তবে অবিশ্বাস্য হলেও বুধবার বিকালে এমনটাই ঘটলো দক্ষিণবঙ্গের একটি জেলায়।
দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার মতোই তাপপ্রবাহে নাজেহাল অবস্থা পূর্ব মেদিনীপুরের দীঘা সহ বিস্তীর্ণ এলাকা। তবে এই দিঘাতেই বুধবার বিকাল বেলায় দেখা গেল কালবৈশাখী (Kalbaisakhi in Digha) আর তার সঙ্গে হালকা বৃষ্টি। শুধু দীঘা নয়, এর পাশাপাশি এদিন পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাতেই হালকা বৃষ্টির দেখা মিলেছে।
গরমে কঠিন পরিস্থিতির মধ্যে এদিন পূর্ব মেদিনীপুরের দীঘা সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দেখা মিললেও অন্যান্য জেলার বাসিন্দাদের মনে প্রশ্ন কবে তাদের এলাকাতে দেখা মিলবে কালবৈশাখী অথবা বৃষ্টির? কালবৈশাখী অথবা বৃষ্টি নিয়ে বুধবার হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আর দুদিনের অপেক্ষা। দুদিন পর থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির ছোঁয়া পাওয়া যাবে।
আরও পড়ুন ? Inverter or Non Inverter AC: কেন ইনভার্টার এসিতে ইলেকট্রিক বিল কম আসে! টেকনোলজিতেই রয়েছে আসল খেলা
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ৪ মে শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ৪ জেলায়। যে চার জেলা হলো কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। ৫ মে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই চার জেলাতেই। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলির মধ্যে নদীয়া ছাড়া মোটামুটি সব জেলাতেই তাপপ্রবাহ বজায় থাকবে।
৬ মে সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ঐদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি ঐদিন উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বৃষ্টির ফলে বর্তমানে যে ভয়ংকর পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে এমনটাই আশা করা হচ্ছে। যদিও হাওয়া অফিসের তরফ থেকে খুব একটা তাপমাত্রার পতন হওয়ার আশা দেখছে না।