তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় ৭০ কিমি বেগে ঝড়, বৃষ্টি

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই নিম্নচাপ এখন স্থলভাগে। এই নিম্নচাপের প্রভাবে গত শুক্রবার রাত থেকেই দক্ষিণ বঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির উপর প্রভাব ফেলতে শুরু করেছে। একাধিক জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি, ঝড়। অবিরাম এই বৃষ্টিতে ভিজছে শহর ও শহরতলী।

অতি ভারী এই নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকেই অবিরাম বৃষ্টি দেখা গিয়েছে কলকাতা, হাওড়া ও হুগলিতে। এর পাশাপাশি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে।

এই নিম্নচাপের প্রভাবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে জুলাই মাসে বৃষ্টির ঘাটতিতে চাষবাসের ক্ষেত্রে যে অসুবিধা তৈরি হয়েছিল এই নিম্নচাপের প্রভাবে সেই সমস্যা কিছুটা হলেও দূর হবে।

এই নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হওয়ার পাশাপাশি ঘন্টায় ৭০ কিলোমিটার গতি বেগে ঝড় বইবে এমনও পূর্বাভাস দেওয়া হয়েছে বেশ কিছু এলাকার ক্ষেত্রে। এর প্রভাবে প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু’এক জায়গায়। বৃষ্টির পরিমাণ থাকতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। এই তিন জেলার ক্ষেত্রে লাল সর্তকতা জারি করা হয়েছে।

অন্যদিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের জন্য। এই সকল জেলায় বৃষ্টির পরিমাণ থাকবে ৭ থেকে ১১ সেন্টিমিটার। একইভাবে দক্ষিণ বঙ্গ এবং পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলাগুলিতেও ঝড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাবে।