ধেয়ে আসছে নিম্নচাপ! নবমীতেই আচমকা বদলে যাবে দক্ষিণবঙ্গের আকাশ, ১০ জেলায় বৃষ্টি!

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর মহাষ্টমী পর্যন্ত ভালো ভালো কেটে গেলেও মহানবমীর বিকাল থেকেই আকাশের রং বদলাবে এমনই আশঙ্কা করা হচ্ছে। মূলত আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির ক্ষেত্রে। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপ (Low Pressure) এবং সেই নিম্নচাপের শক্তি বৃদ্ধি ও রিকার এমন আশঙ্কা তৈরি করছে। আশঙ্কা করা হচ্ছে আবহাওয়ার রূপ পরিবর্তনের পাশাপাশি বৃষ্টির (Rain)। ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত্য থেকে তৈরি হওয়া নিম্নচাপ রবিবার অবস্থান করছিল দীঘা থেকে ৫৬০ কিলোমিটার দূরে দক্ষিণে এবং উড়িষ্যার পারাদ্বীপ থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ। এই নিম্নচাপের অবস্থান রয়েছে বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ধাপে ধাপে এই নিম্নচাপ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে।

উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পর সোমবার এই নিম্নচাপ বাঁক নিতে শুরু করবে এবং তা এগিয়ে যাবে উত্তর-পূর্ব দিকে। নিম্নচাপটির এইভাবে বাঁক নেওয়ার পরিপ্রেক্ষিতে তা আগামী তিন দিন এগিয়ে যাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। মনে করা হচ্ছে এই নিম্নচাপের অভিমুখ হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা। যদিও শেষমেশ এই নিম্নচাপ এগিয়ে যাবে বাংলাদেশের দিকেই।

এই নিম্নচাপের আগামী সম্ভাবনা নিয়ে হাওয়া অফিস যা দেখতে পাচ্ছে তাতে তাদের তরফ থেকে জানানো হয়েছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। তবে স্থলভাগে যখন প্রবেশ করবে তখন সেটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে আঘাত হানবে। এরপর সেটি ২৫ অক্টোবর বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রাম অতিক্রম করবে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এর প্রভাবে নবমীর সন্ধ্যা অথবা রাত থেকেই আমূল পরিবর্তন দেখা যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়।

এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আট জেলা এবং উত্তরবঙ্গের দুই জেলার যথেষ্ট প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস। এর সঙ্গে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান সহ অন্যান্য একাধিক জেলায়। মোটের উপর হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে নবমীর রাত থেকেই প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে।