নিজস্ব প্রতিবেদন : গত শনিবার থেকে মেঘে ঢাকা পড়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ। মূলত আন্দামান সাগর থেকে ধেয়ে আসা নিম্নচাপ বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কারণেই এই পরিস্থিতি। প্রথমদিকে অনুমান করা হচ্ছিল, মঙ্গলবার থেকে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
কিন্তু সোমবার হাওয়া অফিসের কর্তারা যা জানিয়েছেন তাতে এখনও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। আগামী ২৪ ঘন্টা স্থান বিশেষে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে ভিজবে এই ৭ জেলা। ভরা শীতের মরশুমে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় গত দু’দিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে এমনিতেই সেই সকল জেলা ভাসছে। এরপর আরও ২৪ ঘন্টা এমন পরিস্থিতি চলার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের যে ৭ জেলায় আগামী ২৪ ঘন্টা বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে সেই ৭ জেলা হল হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর। এই সকল জেলায় স্থান বিশেষে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কারণ হিসাবে আবহাওয়া বিশেষজ্ঞ ডঃ সুজিব কর জানিয়েছেন, জাওয়াদের স্থানান্তর খুব ধীরগতিতে থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
Movement of JAWAD over the land is very slow. It might cause moderate rainfall in Howrah, Hoogly, Nadia and in North 24 pgs and in the parts of Kolkata, East Midnapore and South 24 pgs in the next 24 hrs.
— Dr.Sujib Kar (@SujibDr) December 6, 2021
এর পাশাপাশি হাওয়া অফিসের পূর্বাভাস জানানো হয়েছে, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মঙ্গলবার থেকেই পরিস্থিতি অনুকূল হতে শুরু করবে। বুধবার পরিস্থিতি অনেকটাই অনুকূল হয়ে উঠতে পারে এবং সূর্যের দেখা মিলতে পারে। তবে এই স্যাঁতসেঁতে পরিস্থিতি থেকে মুক্তি মিললেও এখনই রাজ্যের তাপমাত্রা কমবে না।
হাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেঘ চললেও আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের তাপমাত্রার পারদ নামবে না। নিম্নচাপের কারণে বায়ুমণ্ডলের যে স্তরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে। এর ফলে আগামী কয়েকদিন ভোরের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। ফলতো তাপমাত্রা হ্রাস পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এই জলীয়বাষ্প পশ্চিমী হওয়ার প্রভাবে বায়ুমণ্ডল থেকে সরলেই তাপমাত্রা কমতে শুরু করবে।