সেপ্টেম্বরে ৩টি নিম্নচাপ, দুর্গাপূজোর মুখে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর বর্ষার মরশুমে সেই বৃষ্টির দেখা নেই। বৃষ্টির ঘাটতি এতটাই যে চাষবাস হবে কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। তবে এরই মাঝে পুজোর সময় অশনি সংকেত নিয়ে হাজির বেসরকারি হাওয়া অফিস। সেপ্টেম্বরের রাজ্যে জারি হল নিম্নচাপের কারণে বৃষ্টির পূর্বাভাস।

Advertisements

সরকারিভাবে হাওয়া অফিসের তরফ থেকে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো রকম পূর্বাভাস দেওয়া না হলেও বেসরকারি হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে বাংলা জুড়ে আছড়ে পড়তে পারে তিনটি নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

Advertisements

এমন পূর্বাভাস দেওয়া হয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার তরফ থেকে। এই বেসরকারি আবহাওয়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে মৌসুমী বায়ুর গতিবিধি অনেক বৃদ্ধি পাবে। মৌসুমী বায়ুর এই গতিবিধি বৃদ্ধি পাওয়ার ফলে বঙ্গোপসাগরে তিন থেকে পাঁচটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements

বেসরকারি এই আবহাওয়া সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সকল ঘূর্ণাবর্তগুলির অভিমুখ হতে পারে পশ্চিমবঙ্গ থেকে অন্ধ উপকূলের মধ্যে। এছাড়াও জানানো হয়েছে এই সকল ঘূর্ণাবর্তের মধ্যে একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে।

ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশংকার পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ অথবা শেষ সপ্তাহে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। তবে এর অভিমুখ কোন দিকে হবে তা এখনই বলা সম্ভব নয়। ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, সেপ্টেম্বর মাসেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই পশ্চিমবঙ্গে। তবে পুজোতে বৃষ্টি হতে পারে।

Advertisements