Raju Shrivastav : মিরাক্কেল সেটে রাজু শ্রীবাস্তবের অভিনয় ভোলার নয়

নিজস্ব প্রতিবেদন : ৪২ দিনের লড়াই শেষে বুধবার সকালে সকলকে ছেড়ে চলে গেলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। ছোট পর্দার জনপ্রিয় কমেডি শিল্পী হিসাবে জনপ্রিয়তা অর্জন করলেও বড় পর্দাতেও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রাজু শ্রীবাস্তবকে।

এই রাজু শ্রীবাস্তবকে ২০১০ সালে দেখা গিয়েছিল মীরাক্কেল-৬ -এর সেটে। সেটে ঢুকে প্রথমেই তিনি মীরকে জড়িয়ে ধরে বলেছিলেন ‘মীর ভাইইই, আপকা আপনা শো…ক্যায়সা লাগ রাহা হ্যায়।’ মীর তখন ছিলেন অনামি, আনকোরা একজন প্রতিদ্বন্দ্বী। তবে এই রকম একজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সেই সময়ের কমেডি কিং এইভাবে ব্যবহার করবেন তা কোনদিন ভেবে উঠতে পারেননি মীর। এরই পরিপ্রেক্ষিতে মীর জানিয়েছেন, ‘মিরাক্কেল সেটে এসে রাজু শ্রীবাস্তব যা বলেছিলেন, চোখে জল আসবে’।

রাজু শ্রীবাস্তব ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তার হাসানোর স্বভাব ছিল। পরিচিতদের নকল করার পাশাপাশি যে কোন উপায়ে তাকে বিভিন্নজনকে ফাঁসাতে দেখা যেত। তার আসল নাম ছিল সত্য প্রকাশ শ্রীবাস্তব। তবে তিনি রাজু নামে পরিচিত ছিলেন। এই নামেই তিনি দেশে জনপ্রিয়তা লাভ করেন।

কানপুর থেকে কমেডিয়ান হিসেবে অভিনয়ের টানে তিনি চলে আসেন মুম্বাইয়ে। তবে মুম্বাইয়ে এসে সঙ্গে সঙ্গেই তিনি বলিউডে কাজ পান নি। তিনি প্রথম বলিউডে সুযোগ পান ১৯৮৮ সালে তেজাব সিনেমায় একটি অংশে অভিনয় করার জন্য। এরপর বিভিন্ন সিনেমায় তিনি পার্শ্ব অভিনেতা হিসাবে অভিনয় করেছেন।

২০১০ সালের মীরাক্কেল-৬ -এর গ্র্যান্ড ফিনালেতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজু শ্রীবাস্তব। সেখানে তাকে মঞ্চ ভাগ করে নিতে দেখা গিয়েছিল দীর্ঘক্ষণ ধরে। এই মঞ্চে তিনি যেভাবে দর্শকদের সামনে নিজেকে প্রতিস্থাপিত করেছিলেন তা ভোলার নয়। আজও সেই এপিসোডের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ঘুরে বেড়াচ্ছে।